শিলিগুড়ি, ৭ মার্চ: গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার প্রতিবাদে আজ শিলিগুড়ির (Siliguri) পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। একদিকে দক্ষিণবঙ্গে বিজেপির হেভিওয়েট ব্রিগেড সভা, অন্যদিকে উত্তরবঙ্গে মমতা ব্যানার্জির গ্যাস সিলিন্ডারের দামবৃদ্ধির প্রতিবাদে বড়সড় মিছিল। পশ্চিমবঙ্গে তৃণমূল- বিজেপির লড়াইয়ে সরগরম রাজ্য রাজনীতি। শিলিগুড়িতে মিছিলের পর সভামঞ্চে বিজেপিকে গ্যাসের দামবৃদ্ধি নিয়ে দুষলেন।
শিলিগুড়ির হাসমিচকের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'এই নির্বাচনে যদি না রক্ষা করতে পারেন, তাহলে মোদি বাংলাটাকেও নিয়ে চলে যাবেন। রাস্তা-ই আমাকে রাস্তা দেখায়। আমি চিরকাল স্ট্রিট ফাইটার। আমি গর্বিত আমি স্ট্রিট ফাইটার। রেল থেকে সেইল, ভেল, ব্যাঙ্ক সব বেচে দিচ্ছে। দেশ বেচে দিচ্ছে। করোনার ভ্যাকসিনেও নিজের মুখ লাগিয়েছে মোদি। ইসরোয় রাতদিন পরিশ্রম করে বিজ্ঞানীরা। সেখানেও নিজের নাম দিয়েছে মোদী।ভারতে একটাই সিন্ডিকেট চলে। দেশজুড়ে মোদি-শাহ সিন্ডিকেট চলছে।'
'খেলা হবে...জনগণ সামনে থাকবে। ১:১ মমতা ব্যানার্জির সঙ্গে লড়ো। তুমি কত খেলতে পারো, আর আমি কত খেলতে পারি তা দেখা হবে। খেলা হবে, দেখা হবে, জেতা হবে। বিজেপিকে হঠাবে তৃণমূল। কন্যাশ্রী দেবে তৃণমূল। পাকাবাড়ি আমরা বানিয়ে দেব। তোমরা তা বেচতে বেচতে আসবে। শিলিগুড়ির দিকে কোনওদিনও তাকিয়ে দেখেছে? এখন বলছে রাস্তা বানাবে। সব রাস্তা হয়ে গেছে। কোচবিহার, বালুরঘাটে এয়ারপোর্ট করে দিয়েছি। ওরা কী করবে?' নাম না করে নরেন্দ্র মোদি এবং বিজেপি সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরও পড়ুন, 'এলপিজির দাম বাড়িয়ে সাধারণ মানুষকে লুট করছে বিজেপি', টুইটারে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের
আজ দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার মিছিলে হাঁটেন তৃণমূলনেত্রী। ১১টা নাগাদ দার্জিলিং মোড় থেকে শুরু হয় পদযাত্রা। মিছিলে হাঁটেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, নুসরত জাহান ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজ কলকাতার ব্রিগেডে যখন সমাবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক সেই সময় শিলিগুড়িতে মহিলাদের নিয়ে মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। পেট্রপণ্য ও রান্নার গ্যাসের (LPG prices) মূল্যবৃদ্ধির প্রতিবাদে হয় এই পদযাত্রা। মিছিলের আগেই টুইটে রান্নার গ্যাসের দাম বাড়ানো নিয়ে কেন্দ্রকে একহাত নিয়েছেন মমতা। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে লুট করছে বলে দাবি তাঁরা।