মমতা ব্যানার্জি (Photo Credit: Facebook/Mamata Banerjee)

শিলিগুড়ি, ৭ মার্চ: আজ কলকাতার ব্রিগেডে যখন সমাবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক সেই সময় শিলিগুড়িতে মহিলাদের নিয়ে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। পেট্রপণ্য ও রান্নার গ্যাসের (LPG prices) মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই পদযাত্রা। মিছিলের আগেই টুইটে রান্নার গ্যাসের দাম বাড়ানো নিয়ে কেন্দ্রকে একহাত নিয়েছেন মমতা। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে লুট করছে বলে দাবি তাঁরা। টুইটে মমতা লেখেন, "নিয়মিত এলপিজির দাম বাড়িয়ে সাধারণ মানুষকে লুট করছে বিজেপি। মহিলাদের সবচেয়ে মারাত্মক আঘাত করা হয়েছে। ট্যাক্স না কমানো এবং মহিলাদের ব্যয়ের বোঝা না কমিয়ে আনার ক্ষেত্রে কেন্দ্রের সচিচ্ছার অভাব রয়েছে, যাতে আমি বীতশ্রদ্ধ। এর প্রতিবাদে, আজ আমি শিলিগুড়িতে মহিলা মিছিলে নেতৃত্ব দিচ্ছি।"

জানা যাচ্ছে, দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার মিছিলে হাঁটবেন তৃণমূলনেত্রী। ১১টা নাগাদ দার্জিলিং মোড় থেকে শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। মিছিলে হাঁটবেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, নুসরত জাহান ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আরও পড়ুন: BJP Brigade Meeting LIVE: আজ বিজেপির ব্রিগেড সমাবেশ, ভোর থেকেই ব্রিগেড-মুখী কর্মী-সমর্থকরা

কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৪৫ টাকা ৫০ পয়সা। আজ কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৯১ টাকা ৩৫ পয়সা ও ৮৪ টাকা ৩৫ পয়সা।