কলকাতা, ৬ ফেব্রুয়ারি: কলকাতার পুলিশ কমিশনার পদে বদল। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন সৌমেন মিত্র (Soumen Mitra)। এডিজি সিআইডি (ADG-CID) হলেন অনুজ শর্মা (Anuj Sharma)। ২০১৬ সালে ভোটের সময় কলকাতার পুলিশ কমিশনার হয়েছিলেন সৌমেন মিত্র। ভোটের পর তাঁকে পদ থেকে সরিয়ে দেয় সরকার। এছাড়াও হাওড়া, বিধাননগর, ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে বদল হয়েছে। মোট ২৪ জন আইপিএস-র আজ রদবদল হয়েছে।
ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হলেন অজয় নন্দ। সেখানকার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে সিআইএফ-এর আইজি করা হয়েছে। হাওড়ার নতুন পুলিশ কমিশনার হলেন সি সুধাকর। কুণাল আগরওয়ালকে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি করা হয়েছে। বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হলেন সুপ্রতিম সরকার। মুকেশকে বারাসত রেঞ্জের ডিআইজি করা হয়েছে। জাভেদ শামিম হলেন নতুন এডিজি আইনশৃঙ্খলা। রাজ্য সশস্ত্র পুলিশের এডিজি হলেন জ্ঞানবন্ত সিংহ। এছাড়া সিআইডির এডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে দক্ষিণবঙ্গের এডিজি করা হয়েছে। আরও পড়ুন: J P Nadda at Malda Live: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে ফোয়ারা মোড় থেকে রথযাত্রায় অংশগ্রহণ জে পি নাড্ডার
১৯৮৮ ওয়েস্ট বেঙ্গল ব্যাচের সিনিয়র আইপিএস অফিসার সৌমেন মিত্র কলকাতার সেন্ট জাভিয়ের্স কলেজিয়েট স্কুল থেকে পড়াশোনা করেছেন। এরপর পড়েছেন প্রেসিডেন্সি কলেজ এবং দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। ইতিহাসে বিএ, এমএ এবং এমফিল করেছেন