কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার (Actor Payel Sarkar)। আজ বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ষোষ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। হেস্টিংসে বিজেপি কার্যালয়ে 'লক্ষ্য সোনার বাংলা' পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, "বিজেপির লক্ষ্য সোনার বাংলা। বাংলার গৌরবময় ইতিহাস পুনরুদ্ধারই লক্ষ্য। বাংলার মনীষীদের দর্শনে সোনার বাংলা গড়ে তুলতে চাই।"
তিনি বলেন, "আমরা বাংলার সম্মানজনক ইতিহাসে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষ চন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানের সঙ্গে 'সোনার বাংলা' তৈরির দিকে কাজ করার চেষ্টা করছি। আমরা ২ কোটিরও বেশি পরামর্শ নেব। আমরা বাংলায় প্রায় ৩০ হাজার সাজেশন বক্স রাখব। ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে প্রায় ১০০ টি বাক্স রাখা হবে। আমাদের কর্মীরা ঘরে ঘরে ৫০টি বক্স নিয়ে যাবে এবং ৫০টি বিভিন্ন স্থানে রাখা হবে।" আরও পড়ুন: Arjun Singh On Poriborton Yatra: বারাকপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় পুলিশের না, টুইটে আদালতে যাওয়ার বার্তা অর্জুন সিংয়ের
জেপি নাড্ডা বলেন, বিজেপি সরকারে আসলেই বাংলায় চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিও বাংলায় চালু হবে। বাংলার ৭৩ লাখ কৃষক উপকৃত হবেন। বাংলার কৃষকরা এককালীন ১৪ হাজার টাকা করে পাবেন।