বারাকপুর, ২৫ ফেব্রুয়ারি: বারাকপুরে পরিবর্তন যাত্রার অনুমতি দেয়নি পুলিশ। তাই হাইকোর্টের দ্বারস্থ বঙ্গ বিজেপি। টুইট করে একথা জানালেন বিজেপির বারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তিনি বলেন, ঘোষপাড়া রোড হয়ে কাঁচরাপাড়া থেকে বারাকপুর পর্যন্ত পরিবর্তন যাত্রার কথা ছিল আজ। তবে পুলিশ ঘোষপাড়া হয়ে পরিবর্তন যাত্রার অনুমতি দিতে নারাজ। বিজেপি নেতৃত্ব ঘোষপাড়া দিয়েই পরিবর্তন যাত্রা চায়। তাই এখনকার জন্য পরিবর্তন যাত্রা স্থগিত হয়ে গেলেও তা ফের চালুর দাবিতে আদালতে যাচ্ছে বিজেপি। তবে পরিবর্তন যাত্রা স্থগিত হলেও এদিন উত্তর ২৪ পরগনায় দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার যে পূর্বনির্ধারিত কর্মসূচিগুলি রয়েছে তা হবে।
গতকাল রাতে শহরে পৌঁছে বৃহস্পতিবার সকালে হেস্টিংসে দলের রাজ্যে প্রধান কার্যালয়ে এসে সোনার বাংলা প্রচার পুস্তিকার উদ্বোধন করেন জেপি নাড্ডা।দুপুরেই আসছেন নৈহাটির কাঁঠালপাড়ায়। সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে তাঁর নামাঙ্কিত সংগ্রহশালা ঘুরে দেখবেন তিনি। ট্রাস্টিবোর্ডের সদস্যদের সঙ্গেও কথা বলবেন। তারপর গৌরীপুরের ১৪ নম্বর ওয়ার্ডের চটকল শ্রমিক দেবনাত যাদবের বাড়িতে পাত পেড়ে মধ্যাহ্নভোজ সেরে চলে আসবেন বরাকপুর। এদিন বারাকপুরের মসজিদ মোড়ে বিজেপির নবদ্বীপ জোনের পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘোষণা করার কথা ছিল জেপি নাড্ডার। তবে পুলিশ তা স্থগিত করে দিয়েছে। তাই জেপি নাড্ডা যাবেন বারাকপুর স্টেশন সংলগ্ন সাহিত্যক বিভূতিভূষণের বাড়িতে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানানোর পর সাড়ে চারটে নাগাদ ধোবিঘাট লাগোয়া মঙ্গলপাণ্ডের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এরপর কলকাতায় ফিরে সায়েন্সসিটি অডিটোরিয়ামে বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনায় বসবেন। রাতেই তাঁর কলকাতা ছাড়ার কথা। আরও পড়ুন-JP Nadda In Naihati: বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানাতে আজ নৈহাটিতে জেপি নাড্ডা
The @bkpcitypolice has cancelled the permission for today's #PoribortonYatra on Ghosh Para Road frm Kanchrapara to Barrackpore on the instructions of @MamataOfficial.
Yatra is postponed, we will move to court & resume the Yatra.
Rest programs of National President @JPNadda is on.
— Arjun Singh (@ArjunsinghWB) February 25, 2021
এদিকে আচমকা পরিবর্তন যাত্রায় বাধা পড়ায় রাজ্যের শাসকদলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন অর্জুন সিং। তবে তিনি যে দমে যাচ্ছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন টুইট বার্তায়। আদালতে বিজেপির জিত হবে এটা ধরে নিয়েই তিনি জানালেন, আদালতের অনুমতিতেই ঘোষপাড়া দিয়ে যাবে বিজেপির পরিবর্তন যাত্রা যাবে। এদিকে জেপি নাড্ডা আসছেন বঙ্কিমচন্দ্রের বাড়িতে। তাই আগেভাগেই সাহিত্য সম্রাটের বাসভনের আশপাশ ছেয়েছে তৃণমূলের দলীয় পতাকায়।