Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপ, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি, সোমবারও ভিজবে বাংলা
Rain (Video Screen Grab)

কলকাতা, ৯ সেপ্টেম্বর: শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শনিবারের পাশাপাশি রবিবারও চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলার সঙ্গে উপকূলবর্কতী এলাকাগুলিতেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রবি, সোম এবং মঙ্গলবার এক নাগাড়ে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জলোগুলিতে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা নিম্নচাপে পরিণত হলেই বৃষ্টির বেগ বাড়বে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আরও পড়ুন: Queen Elizabeth II Dies at 96: রানির মৃত্যুর পর ভাইরাল 'রাজা' চার্লসকে অভিনেত্রী পদ্মিনী কোলাপুরের চুম্বনের ছবি

তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হলেও, উত্তরবঙ্গে তেমন কোনও প্রভাব পড়বে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা জারি করা হয়নি। শনি এবং রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হলেও, সোমবার থেকে বৃষ্টির বেগ কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।