Padmini Kolhapure, Prince Charles (Photo Credit: Instagram)

রানি এলিজাবেথ টু-এর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ব্রিটেন। রানির মৃত্যুতে যখন গোটা ব্রিটেন শোকস্তব্ধ, সেই সময় পুরনো স্মৃতিতে ডুব দিলেন বলিউড অভিনেত্রী পদ্মিনী কোলাপুরে। প্রিন্স চার্লস যখন ভারতে আসেন, সেই সময় তিনি পৌঁছে যান পদ্মিনী কোলাপুরের ফিল্মের সেটে। পদ্মিনী কোলাপুরের ফিল্মের সেটে হাজির হন প্রিন্সি চার্লস। পদ্মিনী কোলাপুরের ফিল্মের সেটে হাজির হলে প্রিন্স চার্লসকে চুম্বন করেন বলিউড অভিনেত্রী।

১৯৮১ সালে 'আয়িস্তা আয়িস্তা' সিনেমার সেটে পদ্মিনী কোলাপুরের সঙ্গে দেখা করতে সেখানে হাজির হন প্রিন্স চার্লস। সেই সময়ই প্রিন্স চার্লসকে চুম্বন করেন বলিউড অভিনেত্রী। প্রিন্স চার্লসকে মালা পরিয়ে তাঁকে সম্মান জানান পদ্মিনী কোলাপুরে। এরপর রাজপুত্রের গালে চুম্বন করে সেখান থেকে হাসতে হাসতে সরে যান বলিউড অভিনেত্রী।

 

 

View this post on Instagram

 

প্রিন্স চার্লসকে পদ্মিনী কোলাপুরের সেই চুম্বনের খবরে সরগরম হয়ে ওঠে সংবাদমাধ্যম। ভারেতর পাশাপাশি ব্রিটেনের সংবাদমাধ্যমেও পরিবেশিত হয় এই খবর।