কলকাতা, ১৫ জুন: রাজ্যে বর্ষা (Monsoon) ঢুকেছে অনেকদিন হল৷ এখন পশ্চিমবঙ্গের উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকায় আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের দশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে৷ উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সক্রিয় নিম্নচাপটি ক্রমশ বিহারের দিকে সরছে৷ তাই সেখানে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে৷ সকাল থেকেই মেঘলা আকাশ৷ মাঝে মাঝে চলছে বৃষ্টি৷ সারাদিন এমনভাবে কখনও মেঘ কখনও কয়েক পশলা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়৷ কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়া, দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টি হতে পারে৷ আরও পড়ুন-Argentina VS Chile, Copa America 2021: বাঁ পায়ের অনবদ্য গোলে মেসি ম্যাজিক, জয় অধরা আর্জেন্টিনার
এদিন শহরের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে৷ গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৬৬ শতাংশ। মৌসম ভবন জানিয়েছে এবারে দেশে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক থাকবে৷ গত ৩ জুন কেরালায় প্রথম বর্ষা এসেছে রাজ্যে মরশুমি বৃষ্টি এসে পৌঁছালো ১২ তারিখে৷