ফ্রি কিক থেকে গোল করেও ম্যাচ জেতাতে পারলেন না লিওনেল মেসি৷ ম্যাচের ৩৩ মিনিটের মাথায় তাঁর করা দূরন্ত গোলে দল খানিকটা এগিয়ে গেলেও শেষপর্যন্ত চিলির বিরুদ্ধে ড্র হয়ে গেল ম্যাচ৷ অনেকবার গোল করার সুযোগ করে দিলেও সতীর্থ ফুটবলাররা জালে বল ঢোকাতে পারেননি৷ তাঁদের ব্যর্থতায় রীতিমতো ক্লান্ত মেসি৷ ১-১ ব্যবধানে শেষ হয় এদিনের কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের (Copa America 2021) ম্যাচ৷ এলেন দেখলেন বাঁ পায়ের স্ট্রাইকে সোনালী শট খেলে দেশের বিরুদ্ধে জয়ের দিকে এগিয়ে যাবেন মেসি, তাতে কোনও সন্দেহ নেই৷ তবে শেষরক্ষা হল না মেসি জিতলেও হারল আর্জেন্টিনা৷ আরও পড়ুন-Sanchari Vijay Dies: ৩৮-এই ইতি, প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী কন্নড় অভিনেতা সঞ্চারি বিজয়
মেসির করে দেওয়া সুযোগের কোনওটারই সদ্ব্যবহার করতে পারল না আর্জেন্টিনা দল৷ আগামী শনিবার গ্রুপ-বির খেলা৷ সেখানে প্রতিপক্ষ উরুগুয়ে সেই ম্যাচে জয়ের জন্য মরিয়া মেসি বাহিনী৷ এমন মারকাটারি গোলের পরেও জয় অধরা৷ তাই বললেন, “ম্যাচটা আমরা জটিল করে ফেললাম। আমাদের শান্ত হতে হবে। বলের ওপর নিয়ন্ত্রণ রেখে দ্রুত খেলা চালিয়ে যেতে হবে। তবে পেনাল্টিটাই পাল্টে দিল ম্যাচটা।” Copa America 2021 Schedule, Free PDF Download Online: আয়োজক বদল হওয়ায় কোপার সূচিতে বদল, জানুন নতুন সূচি
⚽️ ¡Tremendo Messi! El capitán de @Argentina metió un golazo ante Chile 👏🏼👏🏼
🇦🇷 Argentina 🆚 Chile 🇨🇱#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/kvViiLcoam
— Copa América (@CopaAmerica) June 14, 2021
এদিন প্রথম থেকেই চিলির বিরুদ্ধে আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা৷ বার বার আক্রমণ শানিয়েছে মেসির দল৷ চিলি বেশ কয়েকবার প্রতি আক্রমণ করলেও সফল হয়নি সেভাবে৷ খেলার ৩৩ মিনিটের মাথায় মেসির করা বাঁ পায়ের অনবদ্য গোল আর্জেন্টিনাকে চালকের আসনে বসিয়ে দেয়৷ একেবারে চিলির বক্সের কোণ থেকে ক্রসবারের কোণাকুণি গোল পোস্টে বল ঢুকিয়ে দেন ফুটবলের রাজপুত্র৷ শূন্যে শরীর ভাসিয়েও সেই ঐতিহাসিক গোলকে আটকাতে পারেননি চিলির গোলরক্ষক ক্লদিও ব্র্যাভো৷