বৃষ্টি (Image used for representational purpose only) (Photo Credits: Pixabay)

কলকাতা, ৬ জুলাই: দিন তিনেক ধরে মেঘলা আকাশ, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, (Monsoon) সঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি৷ সবমিলিয়ে ফের ভিজছে দক্ষিণবঙ্গ৷ এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভারী বৃষ্টিপাতের কবলে উত্তরবঙ্গ৷ ভুটান পাহাড় থেকে জল নামায় বিপর্যস্ত জলপাইগুড়ির বিস্তীর্ণ অঞ্চল৷ এর মধ্যে রয়েছে বিন্নাগুড়ি, সুকান্ত নগর, শান্তিনগর, সুভাষ নগরের মতো এলাকা৷ আজ মঙ্গলবার থেকে চাপা গরমের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ আগামী কাল বৃহস্পতিবার থেকে বাড়বে সেই বৃষ্টি৷ বৃহস্পতি, শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জারিয়ে হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়৷ তালিকায় বীরভূম, মু্র্শিদাবাদ রয়েছে৷ টানা বৃষ্টির জেরে বাড়ছে নদীর জল৷ আরও পড়ুন-Fact Check: মৃত্যুমুখে এসেও ফাদার স্ট্যান স্বামীর হাতে পায়ে বেড়ি! নেটদুনিয়ায় ভাইরাল ছবি

আগামী কাল থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে৷ কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। একদিকে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত৷ অন্যদিকে উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা৷ যেটি বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে৷ এই জোড়া ফলায় আপাতত বৃষ্টিমুখর থাকবে রাজ্য৷ বেশ কয়েকটি জেলায় নদীর জলস্তর বাড়ছে হু হু করে৷ যা প্রশাসনকে চিন্তায় রেখেছে৷