কলকাতা, ৩ এপ্রিল: গরমে নাকাল বঙ্গবাসী। মার্চের শেষে তাপমাত্রার পারদ চড়েছে (Weather Update) তরতরিয়ে। এপ্রিলের ২ তারিখ অর্থাৎ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা তুলনায় কম ছিল। আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। তবে এই হাক্লান্ত গরমে এতদিনে আশার খবর শোনাল আবহাওয়া দপ্তর। শনিবার সন্ধ্য়াতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তালিকায় দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া হুগলি ও কলকাতায়। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোরো হাওয়া। তাহলে চলতি বছরে প্রথমবার আজই কালবৈশাখী প্রত্যক্ষ করবে রাজ্যবাসী। সবমিলিয়ে খরতাপ থেকে রেহাই পেতে চলেছে মানুষ। আরও পড়ুন-WB Assembly Elections 2021: ‘মমতা দেউলিয়া হয়ে গেছেন, ওঁর ফাঁদে পা দেবে না কংগ্রেস’, অধীর চৌধুরি
এমনিতে গত ১০ বছর ধরে বাংলায় তাপপ্রবাহ শুরু হত মে মাস থেকে। কিন্তু এই বছর তাপপ্রবাহের প্রকোপ শুরু হয়েছে মার্চ থেকেই। প্রয়োজনীয় বৃষ্টির অভাবেই এত গরম পড়ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়াও আবহাওয়ায় শুষ্কতার মাত্রা বেড়েছে। আশঙ্কার বাণী শুনিয়েছে IMD। এপ্রিল জুড়ে বইবে লু অর্থাৎ গরম বাতাস। এই মরশুমে গত ৭৬ বছরের রেকর্ড ভেঙে মার্চে দিল্লির তাপমাত্রা পৌঁছায় ৪০.১ ডিগ্রিতে। রাজ্যের কয়েকটি জেলায় শনি ও রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপপ্রবাহ অব্যাহত থাকবে।