Winter (Representational Image Only)

কলকাতা, ১৭ জানুয়ারি: রোদ্দুর উঠতেই মাঘের শীত জানান দিল বঙ্গজুড়ে। এক ধাক্কায় তিন ডিগ্রি নামল পারদ। আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, আগামী তিন দিন এই পারদ পতন অব্যাহত থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই জানুয়ারির তৃতীয় সপ্তাহে জাঁকিয়ে পড়ল শীত। নতুন বছরে দেরিতে হলেও ঠান্ডা পড়ায় খুশি বঙ্গবাসী। ফের গরম পোশাক, লেমের ওমে নিজেদের সেঁকে নেওয়ার সুযোগ পেয়েছে। ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলি ঘন কুয়াশায় ঘিরে থাকবে। বেলা বাড়লে কুয়াশা কেটে উঠবে রোদ্দুর।আরও পড়ুন- Pandit Birju Maharaj Dies: না ফেরার দেশে কত্থকের জাদুকর পণ্ডিত বিরজু মহারাজ

উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট থাকবে আগামী কয়েক দিন। তবে আগামী কাল দার্জিলিং ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। বছর শুরুর সময় থেকে শীত যেন কোথায় গায়েব হয়ে গিয়েছিল। বর্ষবরণের আগেভাগে পৌষের শীতের এমন অন্তরালে চলে যাওয়ায় রোগ ব্যাধির প্রকোপও বাড়ে। অতিমারীর প্রাবল্যে সবাই আবার ঘরমুখো হয়েছে। সংক্রান্তি কাটতেই বৃষ্টির রেশও কেটেছে। রোদ্দুরের সঙ্গে সঙ্গে মাঘের শীত এখন শিরোনামে।