Pandit Birju Maharaj (File Photo ANI)

নতুন দিল্লি, ১৭ জানুয়ারি: রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন কত্থকের জাদুকর রবিশংকরের “লয়ের পুতুল” পণ্ডিত বিরজু মহারাজ(Pandit Birju Maharaj )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সম্প্রতি তিনি কিডনির অসুখে আক্রান্ত হন। তাঁর ডায়ালিসিসও চলছে। রবিবার রাতে নাতির সঙ্গে খেলা করছিলেন তিনি। সেই সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই প্রখ্যাত নৃত্য শিল্পী।কলকাতার সঙ্গে ছিল তাঁর নিবিঢ় যোগ। আরও পড়ুন- Shaoli Mitra Died: প্রয়াত শাঁওলি মিত্র, লোকচক্ষুর অন্তরালে সম্পন্ন শেষকৃত্য

১৯৫২ সাল নাগাদ কলকাতায় মন্মথ রায়ে বাড়িতে প্রথম নাচের জন্য ডাক পেয়েছিলেন। তখন সদ্য বাবা মারা গেছেন। কাকা লচ্ছু মহারাজ মুম্বইতে কোরিওগ্রাফি করছেন। শম্ভু মহারাজ নিজের কাজে ব্যস্ত। সেই সময় মা এক পাতানো ভাইয়ের সঙ্গে বিরজু মহারাজকে কলকাতায় পাঠিয়েছিলেন। সেই প্রথম তাঁর মঞ্চে অবতরণ। কত্থকের মহারাজ পরিবারে তাঁর জন্ম। বাবা অচ্চন মহারাজের কাছে নাচ শিখেছেন। দুই কাকা লচ্ছু মহারাজ ও শম্ভু মহারাজ প্রখ্যাত শিল্পী। গানেও সমান দক্ষ ছিলেন বিরজু। ভাল ছবিও আঁকতেন। শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন ধারায় কাজ করেছেন। বলিউডের বহু ছবিতে কোরিওগ্রাফারের ভূমিকায় ছিলেন তিনি। সত্যজিৎ রায়ের “শতরঞ্জ কি খিলাড়ি” ছবিতে কোরিওগ্রাফি করেছেন।

দেশে বিদেশে ছড়িয়ে আছে তাঁর অগুন্তি ভক্ত, অনুরাগী ছাত্রছাত্রীরা। এই কত্থক শিল্পীর প্রয়াণে এক যুগের অবসান হল।