West Bengal Weather Update: মেঘে ঢেকেছে আকাশ, রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Cloudy (Photo Credits: Wikipedia)

কলকাতা, ১৯ মে:  মেঘের চাদরে ঢেকেছে আকাশ। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ (Thunderstorm) বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও আগামী পাঁচদিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। আবহাওয়া দপ্তরের পূ্র্বাভাস অনুযায়ী  আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

বুধবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গ ছিল খটখটে শুকনো।তবে আজ মেঘলা আকাশ যেন অন্য কথা বলছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে ঝোড়ো হাওয়া খানিক স্বস্তি দিতে পারে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস।