WB Weather (Photo Credit: X@airnews_kolkata)

ফের পারদ-পতন কলকাতায়, তাপমাত্রা নামতেই শীতের আমেজ সমগ্র দক্ষিণবঙ্গে। জমজমাট ঠান্ডা গ্রাম বাংলাতেও। কলকাতায় আগামী দুই দিন নিম্নমুখী থাকবে তাপমাত্রার পারদ, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতেও ১৩ ডিগ্রি অথবা তার কিছু নিচে নামতে পারে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ও আগামীকাল তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে।আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৭ ডিগ্রী কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি কম রেকর্ড করা হয়েছে। পশ্চিমে জেলাগুলিতেও তাপমাত্রার পারদ কিছুটা কম থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।তবে এরপর আবার বাড়বে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি চলে যেতে পারে। ফলে সপ্তাহান্তে ফের উধাও হয়ে যাবে ঠান্ডা। দক্ষিণ ও উত্তরবঙ্গে আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা কমলেও, পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে।

বাইট

এদিকে, মালাক্কা প্রণালীর ওপর অবস্থান করা সুস্পষ্ট নিম্নচাপটি গতকালই গভীর নিম্নচাপে পরিণত হয়। আগামী ২৪ ঘন্টায় তা আরো ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর কোন প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যের উপর পড়ার সম্ভাবনা নেই ।।