বর্ষা বিদায়ের পর ক্রমশই শুষ্ক আবহাওয়া পশ্চিমবঙ্গে। আগামী কিছু দিন দক্ষিণ ও উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বত্রই মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই থাকবে। তবে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী একসপ্তাহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প প্রবেশ করায় এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনি - রবিবার উপকুলের জেলা গুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে দপ্তরের বিজ্ঞানী ডঃ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। শনিবার ও রবিবার দক্ষিণ ও উত্তরবঙ্গেরদার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই শুষ্ক আবহাওয়া ও রোদ সত্ত্বেও অস্বস্তি তেমন অনুভূত হচ্ছে না। যদিও এখনই রাজ্যে শীত প্রবেশের সম্ভাবনা নেই। আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তুরে হাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে আরও সময় লাগবে। বৃহস্পতিবার সকালেই ঝকঝকে আকাশ থাকায় দার্জিলিং থেকে স্পষ্টভাবেই দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘা।
দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলীয় জেলাগুলিতে আকাশ মাঝে মাঝে আংশিক মেঘলা হতে পারে, তবে বড় কোনও পরিবর্তন নেই। বাতাসে আর্দ্রতা কিছুটা বেশি থাকবে, কিন্তু তা অস্বস্তির কারণ হবে না।