কলকাতা, ২০ আগস্ট: জোড়া ঘূর্ণাবর্তের জেরে বর্ষণ মুখর রাজ্য (West Bengal Monsoon)৷ উত্তরবঙ্গ তো ভেসে যাচ্ছে৷ জলপাইগুড়িতে জারি হয়েছে হলুদ সতর্কতা৷ উত্তরের জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ টানা বর্ষণে ধস নামার পরিস্থিতি তৈরি হয়েছে৷ দার্জিলিং, কালিম্পঙেও চলবে বৃষ্টি৷ গত বুধবার রাতে কালিম্পঙে ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলে ধস নেমে বন্ধ হয়ে যায় রাস্তা৷ এর জেরে সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়৷ বৃহস্পতিবার ধংসস্তূপ সরিয়ে ফের রাস্তা সচল করা হয়েছে৷ এদিকে বালাসোর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা ও রাজস্থান থেকে বিহার পর্যন্ত পশ্চিমি অক্ষরেখার সৌজন্যে দক্ষিণবঙ্গেও চলছে বৃষ্টি৷ আরও পড়ন-Rajiv Gandhi Birth Anniversary: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিনে রাহুলের শ্রদ্ধার্ঘ্য
Due to Strong Southerly wind and moisture incursion from Bay of Bengal, Enhanced rainfall activity is likely to continue over the districts of Sub-Himalayan West Bengal during 19th to 20th August, 2021. pic.twitter.com/UORLOCaukL
— IMD Kolkata (@ImdKolkata) August 19, 2021
শুক্রবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে৷ আকাশ কালো করে মেঘ জমতে না জমতেই মুষলধারায় বৃষ্টি৷ তারপর আচমকাই রোদ্দুর৷ তবে ফের মেঘ করে বৃষ্টি নামতে সময় নিচ্ছে না৷ আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বিক্ষিপ্ত বৃষ্টি হবে৷ কলকাতার আকাশ মেঘে ঢাকা থাকবে৷ তবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বাড়বে বৃষ্টি৷ এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতদিনও বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৫শতাংশ। এদিকে ঝিম ধরা বৃষ্টিতে একটু হলেও গরম কমেছে৷