Storm (File Photo)

কলকাতা, ২৭ মে: ১ জুন থেকেই বর্ষা প্রবেশ করছে কেরালায়। এ রাজ্যেও এবার আগেভাগে আসবে বর্ষা। একই সঙ্গে চলতি মরশুমে বৃষ্টিপাত কম হওয়ার কোনওরকম সম্ভাবনা নেই। তবে এই জ্যৈষ্ঠে বৃষ্টি পড়লেও তাপমাত্রার (Weather Update) কোনও হেরফের হবে না, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি পড়লেও ঠান্ডা হওয়ার কোনও পরিস্থিতি নেই।

আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে  ৮৯ শতাংশ সর্বোচ্চ ও ৩৪ শতাংশ সর্বনিম্ন। তাই ঝড়বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি থেকে শহরবাসীর রেহাই মিলছে না।

এদিকে টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গজুড়ে।  বৃহস্পতিবারে কম বৃষ্টি হলেও আজ শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে।