কলকাতা, ২২ জুন: দক্ষিণবঙ্গে বর্ষা এসে পৌঁছতে না পৌঁছতেই উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একটানা ভারী বর্ষণে জলমগ্ন শিলিগুড়ি( Heavy Rain)। দার্জিলিঙে ধস নেমে বহু রাস্তা অবরুদ্ধ। এদিকে বুধবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। বেলা বাড়লেও রোদ্দুর তেমন জোরাল নয়। আজ কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জেরে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কোথাও কোথাও। বৃস্টি েলেও গরম এখনই কমছে না। চলতি মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে মৌসুমিবায়ু সক্রিয় হবে। আরও পড়ুন-Watch: ভারতীয় ক্যুইজিনে মজে পরোটাকে কী বললেন ফরাসী যুবক? দেখুন ভিডিও
৩০ জুনের পরে বাড়বে বৃষ্টি। কমবে গরম। তাপমাত্রা তখন অনেকটাই নামবে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৮ শতাংশ। সর্বনিম্ন ৬০ শতাংশ।
এখন ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে নিম্নচাপের জেরে জলীয়বাস্প পূর্ণ বাতাস ঢুকছে রাজ্যে। এর জেরেই এখন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তবে এবছর দেরিতে এলেও বর্ষার পরিমাণ অনেক বেশি হবে। ফলে রাজ্যজুড়ে বন্যার আশঙ্কা রয়েছে।