কলকাতা, ৮ জুন: সাতসকালেই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) বাড়িতে আগুন৷ অগ্নিকাণ্ডের জেরে সমস্ত কিছু ভস্মীভূত হলেও হতাহতের কোনও খবর নেই৷ তাতেই সন্তোষ প্রকাশ করেছেন এই জনপ্রিয় তৃণমূল নেতা৷ সিওপিডি-র রোগী মদনবাবু সকালে আচমকাই নাকে ধোঁয়ার গন্ধ পেয়ে চেঁচামেচি শুরু করেদেন৷ আগুন লেগেছে যে তা ভালই বুজেছিলেন৷ তবে তাঁরই বাড়িতে যে আগুন লেগেছে, এটা প্রথমে বোঝেননি৷ মদনবাবুর চিৎকারে সবাই বাড়ি থেকে বেরিয়ে আসে৷ ভবানীপুরে মদন মিত্রদের দেড়শো বছরের পুরোনো বাড়ি৷ সেই বাড়িতে য়ে কখনও আগুন লাগতে পারে তা সদস্যরা কখনও ভাবেননি৷ গোটা ঘটনায় জিনসপত্র পুড়ে গেলেও হতাহতের কোনও খবর নেই৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন৷ আরও পড়ুন-UP Hospital: রোগীর আয়ু কতক্ষণ দেখতে বন্ধ করা হয়েছিল অক্সিজেন পরিষেবা? ভাইরাল আগ্রা হাসপাতাল মালিকের ভিডিও
এই প্রসঙ্গে বাড়ির বাইরে দাঁড়িয়ে মদনবাবু সাংবাদিকদের বলেন, “কোনওমতে প্রাণে বাঁচলাম৷ সুজিতকে ফোন করেছিলাম। তার পরই দ্রুত দমকলের ইঞ্জিন চলে আসে। সুজিতকে অনেক ধন্যবাদ। আজকাল রাত অবধি পড়াশোনা করার চেষ্টা করি। কালও রাত আড়াইটা অবধি জেগে ছিলাম। বই পড়ছিলাম। জিনিস নষ্ট হোক, কিন্তু কেউ আহত হয়নি, এটাই স্বস্তি।”
West Bengal: Fire breaks out at TMC MLA Madan Mitra's residence in Kolkata
This is my ancestral house. Suddenly I saw a massive storm of arson & immediately understood that some serious incident of fire has taken place. The entire family has come out safely: Madan Mitra pic.twitter.com/VdeE4m1Cpc
— ANI (@ANI) June 8, 2021
এমনিতে দক্ষিণেশ্বরে থাকেন তিনি৷ বৈঠক উপলক্ষে গতকাল ভবানীপুরের বাড়িতে এসেছিলেন৷ আগুন লাগে তাঁর নাতির ঘরে৷ সেঘরের মাত্র একটিই দরজা৷ নাতি সেখানে থাকলে বড়সড় বিপদ ঘটতে পারত৷ কিন্তু গতকাল তিনি অনেকদিন পরে বাড়িতে ফেরায় নাতি তাঁর কাছেই ছিল, তাতেই রক্ষে৷ ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হওয়ায় মদন মিত্রকে বাড়ির বাইরে অক্সিজেন দেওয়া হচ্ছে৷