UP Hospital: রোগীর আয়ু কতক্ষণ দেখতে বন্ধ করা হয়েছিল অক্সিজেন পরিষেবা? ভাইরাল আগ্রা হাসপাতাল মালিকের ভিডিও
রোগীর প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

আগ্রা, ৮ জুন: গোপনীয় মক ড্রিলের মাধ্যে পাঁচ মিনিটের জন্য হাসপাতালের অক্সিজেন সরবরাহ (oxygen supply) পরিষেবা বন্ধ করেছিলেন মালিক অরিঞ্জয় জৈন৷ এমন মারাত্মক ভিডিও ভাইরাল হতেই আগ্রার পরশ হসপিটালের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ৷ ঘটনাটি গত ২৭ এপ্রিলের৷ হাসপাতাল মালিকের এহেন নির্দেশে সেদিন ২২ জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটে৷ ওই দিন মালিক অরিঞ্জয়কে বলতে শোনা যায় যে তাঁর হাসপাতালে অক্সিজেন পরিমাণ কমেছে৷ সেকারণে তিনি ভর্তি থাকা রোগীদের ছেড়ে দিতে চান৷ তবে চিকিৎসাধীন রোগীর পরিজনরা সেকথা শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: ৮৬ হাজার ৪৯৮, ২ মাস পরে দৈনিক সংক্রমণ ১ লাখের নিচে

এই প্রসঙ্গে অরিঞ্জয় জৈন বলেন, “হাসপাতালে রোগীর সংখ্যা কমাতে তখন আমি একটা সিদ্ধান্ত নিই৷ হাসপাতালের কর্মীদের বলি কিছুক্ষণের জন্য অক্সিজেনের সরবরাহ কমাতে হবে৷ এবং বলি কাদের অক্সিজেন সাপোর্ট কাটা যাবে চিহ্নিত করুন৷ এই থেকেই বুঝতে পারি কে বাঁচবে আর কে বাঁচবে না৷   সকাল সাতটা নাগাদ এই মক ড্রিল চালানো হয়েছিল৷ কিছুক্ষণের মধ্যে হাসপাতালের ২২ জন রোগীর শ্বাসকষ্ট শুরু হয়৷ কিছুক্ষণের মধ্যেই তাঁদের শরীর নীল হয়ে যায়৷ এই ঘটনার পরই বুঝতে পেরেছিলাম ওই রোগীরা বাঁচবে না৷” এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই আগ্রার পরশ হসাপাতেলর বিরুদ্ধে পদক্ষেপ করেছেন জেলাশাসক প্রভু এন সিং৷ সেখানে যে অক্সিজেনের অভাব ঘটেছিল তা মেনে নিয়েছিলেন প্রভু এন সিং৷ এরপর ৪৮ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধানও হয়ে যায়৷

সেখানে যে ২২ জনের মৃত্যু হয়েছিল অক্সিজেনের অভাবে, এমন কোনও খবর প্রকাশ্যে আসেনি৷ তবে এই ভিডিও দেখার পর তদন্তের নির্দেশ দিয়েছি৷ প্রকৃত ঘটনা খুব শিগগির সামনে আসবে৷