কলকাতা, ৩০ সেপ্টেম্বর: আজ ভবানীপুর (Bhabanipur) বিধানসভা উপ নির্বাচনের ভোটগ্রহণ। এছাড়াওমুর্শিদাবাদের সামশেরগঞ্জ (Samserganj) ও জঙ্গিপুর (Jangipur) আসনেও ভোট নেওয়া হচ্ছে। ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির (BJP) প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ বামেদের হয়ে লড়াইয়ের ময়দানে শ্রীজীব বিশ্বাস৷ বাম, তৃণমূল (TMC), বিজেপির পাশাপাশি এই কেন্দ্র থেকে আরও ৯ জন প্রার্থী লড়াই করছেন৷ যার মধ্যে হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেক্যুলার (HAM), নির্দল সহ একাধিক রাজনৈতিক দল রয়েছে৷
জঙ্গিপুর থেকে তৃণমূলের হয়ে লড়ছেন জাকির হোসেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সুজিত দাস। সামশেরগঞ্জে তৃণমূলের হয়ে লড়ছেন আমিরুল ইসলাম। এই কেন্দ্রে তাঁর লড়াই বিজেপি-র মিলন ঘাষের সঙ্গে।
লাইভ আপডেট:
- কল্যাণ চৌবের গাড়িতে হামলার ঘটনাকে ঘিরে ধুন্ধুমার, রিপোর্ট তলব কমিশনের
- বিকেল ৫টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৫৩.৩২ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ৭৬.১২ শতাংশ। সামশেরগঞ্জে ভোটদানের হার ৭৮.৬০ শতাংশ।
- ছাপ্পা ভোট দিতে গিয়ে ২ ব্যক্তিকে হাতেনাতে ধরেন। ওই ২ ব্যক্তিকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার তোড়জোড় শুরু করে, ৮-১০টি বাইক নিয়ে বেশ কয়েকজন হাজির হন। এরপর ওই বাইক বাহিনী তাঁর গাড়ি ভাঙচুর করে। শরৎ বোস রোডের ঘটনায় এমনই দাবি করলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে।
Bhabanipur | 2 persons were doing forged voting at a poll booth in a school, we caught them red-handed and informed the police, central forces. Later, some 8-10 bike-borne people attacked me & my car with sticks and stones: Kalyan Chaubey (BJP chief election agent) pic.twitter.com/U01f02ZnE3
— ANI (@ANI) September 30, 2021
#WATCH | West Bengal: A scuffle broke out between BJP and TMC supporters in Bhabanipur assembly constituency, where voting for the by-poll is underway today. BJP leader Kalyan Chaubey's car was allegedly vandalised. pic.twitter.com/TBiPFdsWlI
— ANI (@ANI) September 30, 2021
- লা মার্টিনিয়র স্কুলে ভোট দেন ইস্কন মন্দিরের সন্তরা। বাড়ি থেকে বেরিয়ে প্রত্যেককে ভোট দেওয়ার আহ্বানও জানান তাঁরা।
- ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
- ভবানীপুর নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ উঠল ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। যার জেরে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায় বিজেপি।
- ভোটের সময় সামসেরগঞ্জে কংগ্রেস প্রার্থী জায়দুর রহমানকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। যদিও উত্তেজনা না বাড়িয়ে জায়দুর রহমান সেখান থেকে চলে যান।
- বেলা ১টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার ৩৬ শতাংশ। ১টা পর্যন্ত জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে ভোটের হার যথাক্রমে ৫৪ শতাংশ এবং ৫৭ শতাংশ।
- ভবানীপুরে খালসা হাইস্কুলে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা। বুথে ভুয়ো ভোটার রয়েছে বলে অভিযোগ করে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল।
- বিকাল ৩টে ১৫ মিনিটে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২টো নাগাদ ভোট দিতে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চেতলা গার্লস স্কুলে ববি হাকিম ভোট দেবেন বেলা ২টোয়।
- ভবানীপুর বিধানসভার ১৫৯ নম্বর বুথ থেকে তাদের এজেন্টকে হুমকি এবং বার করে দেওয়ার অভিযোগ তুলল বিজেপি।
- অতিরিক্ত গাড়ি নিয়ে ঘোরার অভিযোগ, ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের।
- বেলা ১১টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার কম। সেখানে ভোট পড়েছে ২১.৭৩ শতাংশ। ১১টা পর্যন্ত জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে ভোটের হার যথাক্রমে ৩৬.১১ শতাংশ এবং ৪০.২৩ শতাংশ।
-
সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম ভোটারদের প্রভাবিত করছেন। নির্বাচন কমি শনে অভিযোগ বিজেপির। অভিযোগ খতিয়ে দেখছে কমিশন।
Urging everyone from Bhabanipur today to step out and vote for Development, vote for Equality.#MamataBanerjeeForBhabanipur
— FIRHAD HAKIM (@FirhadHakim) September 30, 2021
- ভবানীপুরের বলবন্ত সিংহ ধাবা বন্ধ করে দিল পুলিশ। এই ধাবায় ভিড়হচ্ছিল বলে অভিযোগ আসে কমিশনের কাছে।
- সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৭.৫৭ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়ল ১৭.৫১ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত সামশেরগঞ্জে ভোটদানের হার ১৬.৩২ শতাংশ।
- জঙ্গিপর বিধানসভার রমজানপুর প্রাইমারি বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্রে লম্বা লাইন ভোটারদের।
#WestBengalBypolls | Polling underway in Murshidabad for Jangipur constituency, in compliance with COVID norms
(Visuals from booth no. 72 & 72A in Ramjanpur Primary School) pic.twitter.com/SVf561F2Rr
— ANI (@ANI) September 30, 2021
- বিকাল ৪টের পর মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্য়োপাধ্যায় দুপুর ২টোর পর ভোট দিতে আসতে পারেন।
- সামশেরগঞ্জের মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের বাইরে নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
- ভবানীপুরের বিভিন্ন এলাকায় চলছে এরিয়া ডমিনেশন। দলে রয়েছেন ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট।
- ভবানীপুরে গুরুদ্বারের সামনে ১৪৪ ধারা ভেঙে জমায়েত করার অভিযোগ তুললেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। রিপোর্ট তলব কমিশনের।
- ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে যাবতীয় সমস্যা মেটানো হয়েছে। দাবি কমিশনের।
- সামশেরগঞ্জে তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।
- অনেক বুথে এজেন্ট দিতে পারেনি বিজেপি, তাই মিথ্যা অভিযোগ। বিজেপির দাবি নিয়ে বললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।
- ভবানীপুরে ১২৬ নম্বর বুথ নিয়ে বিজেপি প্রার্থীর অভিযোগ খারিজ নির্বাচন কমিশনের। ওই বুথে মক পোলের পর ভোট শুরু হল।
- ভবানীপুরে ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ। অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি বলেন, মদন মিত্র ইচ্ছাকৃতভাবে এখানে ভোট মেশিন বন্ধ করে দিয়েছেন। কারণ তিনি বুথটি দখল করতে চান।
- ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনের ভোটকেন্দ্র। এই কেন্দ্রেই ভোট দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
#WestBengalBypolls | Polling begins in Bhabanipur, polling is scheduled to end at 6:30 pm, according to State CEO
(Visuals from Mitra Institution polling booth) pic.twitter.com/fgW9fvMsbb
— ANI (@ANI) September 30, 2021
- সাতটা বাাজতেই শুরু ভোটগ্রহণ
- "আমরা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছি। নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজ এলাকার ভোটকেন্দ্রগুলি পরিদর্শন করব। রাজ্য সরকার এই মুহূর্তে ভয়ে আছে।" বললেন ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
West Bengal | We're hoping for fair elections. Security deployment is very important. I will visit polling booths in the area today. The state government is in fear right now: Priyanka Tibrewal, BJP candidate for Bhabanipur by-poll pic.twitter.com/JlpUPiO9fV
— ANI (@ANI) September 30, 2021
- সকাল থেকেই বেশ কিছু বুথে লম্বা লাইন