WB Bypoll Result 2021 Live Updates: জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও জয়ী তৃণমূল প্রার্থীরা
Mamta Banerjee and Priyanka Tibrewal (Photo: ANI)

কলকাতা, ৩ অক্টোবর: ভবানীপুর (Bhabanipur) উপনির্বাচনের ভোট গণনা (Bypoll Result 2021) শেষ হল। শেষ অবধি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের সব রেকর্ড ভেঙে জিতলেন ৫৮ হাজার ভোটের ব্যবধানে।   একই সঙ্গে গণনা চলছে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে নির্বাচনের। ভবানীপুর আসনে রেকর্ড ব্যবধানে জিতলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ভোট গণনা হবে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। জঙ্গিপুরে ২৬ রাউন্ড ও সামশেরগঞ্জে ২৪ রাউন্ড গণনা হবে। নির্বাচন কমিশন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থা করেছে। ভোর ৫টা থেকে ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

ভবানীপুর কেন্দ্রে লড়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির (BJP) প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ বামেদের হয়ে লড়াইয়ের ময়দানে ছিলেন শ্রীজীব বিশ্বাস৷ বাম, তৃণমূল (TMC), বিজেপির পাশাপাশি এই কেন্দ্র থেকে আরও ৯ জন প্রার্থী লড়াই করেছেন। জঙ্গিপুর থেকে তৃণমূলের হয়ে লড়েছেন জাকির হোসেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন সুজিত দাস। সামশেরগঞ্জে তৃণমূলের হয়ে লড়েছেন আমিরুল ইসলাম। এই কেন্দ্রে তাঁর লড়াই ছিল বিজেপি-র মিলন ঘোষের সঙ্গে।

লাইভ আপডেট: 

  • ৯২ হাজার ৬১৩ ভোটে জয়ী হলেন জঙ্গিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী জাকির হোসেন।
  • ২৬,৩৮৪ ভোটে জয়ী সামশেরগঞ্জেের তৃণমূল আমিরুল ইসলাম

ভবানীপুরে ২১ তম তথা শেষ রাউন্ডের গণনা শেষ। মমতা জয়ী ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে

  • .মুশির্দাবাদের দুই বিধানসভা কেন্দ্রে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ক্রমশ মার্জিন বাড়ছে তৃণমূল প্রার্থীদের। ওই দুই কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জয় প্রায় নিশ্চিত। ১২তম রাউন্ডের শেষে সামশেরগঞ্জে তৃণমূল প্রার্থী এগিয়ে ৪৭ হাজার ৫৪৪টি ভোটে। এখানে দ্বিতীয় স্থানে কংগ্রেস।
  • ভবানীপুরে ২০ তম রাউন্ডের গণনা শেষ হল, মমতার মার্জিন বেড়ে হল ৫৬ হাজার ৫৮৮।

২০ তম রাউন্ডের গণনা শেষে

মমতা ব্যানার্জি (তৃণমূল)-৮২০৬৮

প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (বিজেপি)- ২৬,৬৮০

শ্রীজীব বিশ্বাস (সিপিআইএম)-৪,০৯১

নোটা-১৩৭৩

  • এখানে তৃণমূল ছাড়া অন্য কোনও দলের ভিত্তি নেই। পার্টি ও দিদি মানুষের জন্য কাজ করে। আমরা ২০২৪ সালে দিল্লিতে সরকার গঠন করব। বললেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।

  • ১৯ রাউন্ডের গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৭৬,৪১৩ ভোট, বিজেপি প্রার্থী পেয়েছেন ২৪,৩৯৬ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৩,৫৩৪ ভোট।
  • ১৯ রাউন্ডের গণনার শেষে ভবানীপুরে ৫২,০১৭ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
  • জঙ্গিপুরে ৪৩৯৪৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন
  • সামশেরগঞ্জে ৭৮২৯ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম
  • ১৭ রাউন্ডের গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৬৭,৬২০ ভোট, বিজেপি প্রার্থী পেয়েছেন ২১,৮৮২ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ২,৮৯৬ ভোট।
  • ১৭ রাউন্ডের গণনার শেষে ভবানীপুরে ৪৫,৭৩৮ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
  • ১৬ রাউন্ডের গণনার শেষে ভবানীপুরে ৪২,২৯২ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ১৪ রাউন্ডের শেষে সামশেরগঞ্জে ৮,১৪৬ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম।
  • জঙ্গিপুরে দশম রাউন্ডের পর ৩৭,৬১৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন।
  • ১৫ রাউন্ডের গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮,৫০৩ ভোট, বিজেপি প্রার্থী পেয়েছেন ১৮,৮৪৬ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ২,২৬৭ ভোট।
  • ১৫ রাউন্ডের গণনার শেষে ভবানীপুরে ৩৯,৬৫৬ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ১৪ রাউন্ডের গণনার শেষে ভবানীপুরে ৩৭,৯৫০ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
  • জঙ্গিপুরে নবম রাউন্ডের পর ৩৬৭৮৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন।
  • ১৩ রাউন্ডের গণনার শেষে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ৩৬,৪৫৭ ভোটে এগিয়ে।  মমতা পেয়েছেন ৫২,২৭৮ ভোট, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ১৫,৮২১ ভোট। সিপিএমের প্রার্থী পেয়েছেন ১,৮২৯ ভোট।
  • ১৩ রাউন্ডের গণনার শেষে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ৩৬,৪৫৭ ভোটে এগিয়ে।
  • জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী জাকির হোসেন এগিয়ে রয়েছেন ৩০,৮১২ ভোটের ব্যবধানে।
  • সামশেরগঞ্জে ৬৩৯৫ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম।
  • দ্বাদশ রাউন্ডের গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৪৮,৮১৩ ভোট, বিজেপি প্রার্থী পেয়েছেন ১৩,৮৪৩ ভোট। সিপিএম প্রার্থী পেয়েছেন ১,৬৫৫ ভোট।
  •  ১২ রাউন্ড গণনার শেষে ৩৪,৯৭০ ভোটের ব্যবধানে এগিয়ে মমতা।
  • রাজ্য সরকারকে নিশ্চিত করতে হবে যে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে ভোটের পরে কোনও হিংসার ঘটনা না ঘটে।
  • করোনা পরিস্থিতিতে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। মুখ্যসচিবকে চিঠি কমিশনের।
  • ১১ রাউন্ডের গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৪৫,৮৯৪ ভোট। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ১১,৮৯৪ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ১,৫১৫ ভোট।
  • ১১ রাউন্ডের গণনার শেষে ভবানীপুরে ৩৩,৯৮২ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
  • জঙ্গিপুরে সপ্তম রাউন্ডের পর ২০,৭৪০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন।
  • সামশেরগঞ্জে নবম রাউন্ডের ৫১৩১ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম।
  • দশম রাউন্ডের গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৪২১২২ ভোট, বিজেপি প্রার্থী পেয়েছেন ১০৪৭৭ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ১২৩৪ ভোট।
  • দশম রাউন্ডের গণনার শেষে ভবানীপুরে ৩১,৬৪৫ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

  • নবম রাউন্ডের গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩৭৫০৪ ভোট, বিজেপি প্রার্থী পেয়েছেন ৮৬৭৯ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৮৭৫ ভোট। ২৮৮২৫ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
  • অষ্টম রাউন্ডের গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩৪৭২১ ভোট, বিজেপি প্রার্থী পেয়েছেন ৭২১৯ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৭৫৫ ভোট। ২৭৫০২ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
  • সামশেরগঞ্জে সপ্তম রাউন্ড শেষে ৬,২৩৫ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমিরুল ইসলাম।
  • জঙ্গিপুরে পঞ্চম রাউন্ড শেষে ১৫,৭৪৩ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাকির হোসেন।
  • সপ্তম রাউন্ডের গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩১০৩৩ ভোট, বিজেপি প্রার্থী পেয়েছেন ৫৭১৯ ভোট। ২৫৩১৪ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ষষ্ঠ রাউন্ডের শেষে সামশেরগঞ্জে ৫১৯০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম।
  • ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ২৮,৩৫৫ ভোট, বিজেপি প্রার্থী পেয়েছেন ৪,৩৯৮ ভোট। ২৩,৯৫৭ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
  • জঙ্গিপুরে ১১ হাজার ৫৯১ ভোটে এগিয়ে গেলেন জাকির হোসেন।
  • জঙ্গিপুরে চতুর্থ রাউন্ডের পর ১১,৫৯১ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন।
  • ভবানীপুরে ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে ২৩,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • চতুর্থ রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১৬,৩৯৭, বিজেপি প্রার্থী পেয়েছেন ৩,৯৬২ ভোট, সিপিএম প্রার্থী পেয়েছেন ৩১৫ ভোট।
  • চতুর্থ রাউন্ডের শেষে সামশেরগঞ্জে ২৪৫৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম।
  • তৃতীয় রাউন্ডের শেষে জঙ্গিপুরে ৮৩৯৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন।
  • ভবানীপুরে চতুর্থ রাউন্ডের পর ১২,৪৩৫ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস:

  • তৃতীয় রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৯৯৭৪, বিজেপি প্রার্থী পেয়েছেন ৩৮২৮ ভোট, সিপিএম প্রার্থী পেয়েছেন ২৫০ ভোট। ৬১৪৬ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
  • পঞ্চম রাউন্ডের শেষে সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ৩৭৬৮ ভোটে এগিয়ে
  • ভবানীপুরে দ্বিতীয় রাউন্ডের গণনার পর তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৩৩৩ ভোট, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৯৫৬ ভোট এবং সিপিএম প্রার্থী সৃজীব বিশ্বাস পেয়েছেন ১৩২ ভোট।
  • তৃতীয় রাউন্ডের শেষে ভবানীপুরে ৪,৬০০ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভবানীপুরে ২৮০০ ভোটে এগিয়ে মমতা

  • জঙ্গিপুরে ১,৭১৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হুসেন।
  • সামশেরগঞ্জে ১৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম।
  • দ্বিতীয় রাউন্ড গণনার শেষে ভবানীপুরে ২,৪০০ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
  • জঙ্গিপুরে ১,৩০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রার্থী জাকির হোসেন। সামশেরগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম।
  • প্রথম রাউন্ডের গণনায় ৩,৬৮০ ভোট পেলেন মমতা। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল প্রথম রাউন্ডে পেলেন ৮৮১ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস প্রথম রাউন্ডের গণনায় পেলেন ৮৫ ভোট।
  • পোস্টাল ব্যালট গণনায় ভবানীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ভবানীপুরে ভোট গণনা হচ্ছে এলগিন রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে।

  • শুরু হল তিন কেন্দ্রে ভোট গণনা