![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/08/FotoJet-18-380x214.jpg)
আসানসোল, ৩০ অগাস্ট: বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জামিন চেয়ে সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি দেওয়ার ঘটনায় গ্রেফতার হলেন আইনজীবী সুদীপ্ত রায়। বর্ধমান আদালতের আইনজীবী সুদীপ্ত রায়-কে গ্রেফতারের পর আজ, মঙ্গলবারই আসানসোলে আদালতে পেশ করা হবে।
গতকাল, সোমবার দুপুরে আসানসোল পুলিশ আইনজীবী সুদীপ্ত রায়কে গ্রেফতার করে। বিচারকে হুমকি চিঠিতে আদালতের আপার-ডিভিশন ক্লার্ক (ইউডিসি) বাপ্পা চট্টোপাধ্যায়ের নামে সই ছিল। তাঁকে জেরার করার পরেই পুলিশ সুদীপ্তর কথা জানতে পারে। সোমবার দুপুরে আসানসোল আদালত চত্বরে এসেছিলেন সুদীপ্ত, সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। আরও পড়ুন-নির্বাচিত সরকারকে ফেলার জন্য বিজেপি কোথা থেকে অর্থ পাচ্ছে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর
দেখুন টুইট
#UPDATE | WB: A lawyer, Sudipto Roy arrested for giving a threat letter to Asansol CBI Court judge Rajesh Chakraborty, demanding bail for Anubrata Mondal or else his family will be implicated in an NDPS case with a commercial quantity.
Roy will be presented before court today. https://t.co/SJIk2KwFCx
— ANI (@ANI) August 30, 2022
অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) জামিন না দিলে এবার মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারককে হুমকি চিঠি পাঠানো হয়েছিল। চিঠিতে বিচারককে হুমকি দিয়ে লেখা হয়েছিল "গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন দিন। তা না হলে আপনাকে এবং আপনার পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে"। সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে গত ২০ অগাস্ট এমন একটি হুমকি চিঠি আসে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছিল।