Digha Sea: দিঘার সমুদ্রে কালো জল! স্নান করা ছেড়ে উঠে পড়লেন পর্যটকরা

দিঘা, ১৪ অগাস্ট: আচমকা দিঘার সমুদ্রের (Digha Sea) জল হয়ে গেল ঘোলাটে। আজ সকাল থেকেই সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। তার পাশাপাশি সমুদ্রের জল একেবারে ঘোলাটে হয়ে কালো রূপ ধারণ করে। তড়িঘড়ি সমুদ্র স্নান বন্ধ করে দেয় প্রশাশন। সমুদ্রস্নানে নেমে যাতে বিপদে না পড়ে পর্যটকরা, সেই কারণে জারি হয় নিষেধাজ্ঞা। দিঘার সমুদ্রে এই ধরনের ঘটনা খুব কমই ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কোভিড বিধি কিছুটা শিথিল হওয়ায় সপ্তাহ শেষে দিঘাতে হাজির হয়েছেন প্রচুর মানুষ। যদিও কালো জল দেখে ভয়ে স্নান না করেই ফিরে যান অনেকে। আরও পড়ুন: Taliban: 'আফগানিস্তানকে সেনা সাহায্য করলে ফল ভুগবে ভারত', হুমকি তালিবানের

ইতিমধ্যে সমুদ্র তটে সিভিল ডিফেন্স বিশেষ নজরদারি চালাচ্ছে। এমন পরিস্থিতিতে যাতে পর্যটকরা সমুদ্রে না নামতে পারেন সে দিকেও নজর রেখেছে পুলিশও।