Photo Credits: Wikimedia commons

ভোট ঘোষণার পর রাজ্য পুলিশে বড় বদল করল নির্বাচন কমিশন। আদর্শ আচরণবিধি চালু হওয়ার দু'দিন পর বাংলায় কঠোর ব্যবস্থা নির্বাচন কমিশনের (Election Commission of India)। এতদিন বাংলায় ডিজি পদে দায়ত্বে রাজীব কুমারকে সরিয়ে বিবেক সহায় (Vivek Sahai)-কে নিয়োগ করল কমিশন। আদর্শ নির্বাচনী বিধি জারির পর শান্তিপূর্ণ ভোট আয়োজনের জন্য রাজ্যের আইনশৃঙ্খলার দায় নির্বাচন কমিশনেরও দায়িত্ব। ফলে এখন প্রশাসনিক পদে বদলের অধিকার কমিশনের হাতে। ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদে রাজীব কুমারের অপসারণের পর রাজ্য সরকারের কাছে তিনটি নামের প্রস্তাব চেয়েছিল কমিশন। রাজ্য যে তিন জনের নামের তালিকা পাঠিয়েছিল, তাতে সবার আগে থাকা আইপিএস অফিসার বিবেক সহায়-কেই ডিজি পদে বসালো কমিশন।

মমতা বন্দ্য়োপধ্যায়ের ২০২১ সালে নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে পায়ে আঘাত পাওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রীর প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বিবেক সহায়। গত বছর নভেম্বরে রাজ্যের হোমগার্ডের ডিজি পদে বিবেক সহায়কে নিয়োগ করা হয়েছিল। বিবেক সহায়ের পাশাপাশি ডিজি পদে আরও দুটি নামের সুপারিশ করা হয়েছিল। সেই দুই আইপিএস-রা হলেন ১) রাজ্য দমকলের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় ও ২) রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধান রাজেশ কুমার।

দেখুন খবরটি

বাংলায় ডিজিপি-র পাশাপাশি গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে স্বরাষ্ট্রসচিব-দের সরিয়ে দিল কমিশন। পাশাপাশি মিজোরাম ও হিমাচলে সাধারণ প্রশশানিক বিভাগের সচিবদেরও সরানো হল।