মহালয়ার (Mahalaya 2023) সকালে ভিড়ে ঠাসা কালীঘাট মন্দির চত্বর। তার মধ্যেই চুপিসারে পুজো দিতে এলেন বলি অভিনেত্রী বিদ্যা বালন (Vidya Balan)। দুর্গা পুজোর (Durga Puja 2023) আগেই শহরে পা রেখেছেন অভিনেত্রী। সোজা চলে গেলেন কালীঘাট মন্দিরে। লাল শাড়িতে একেবারে বাঙালি পোশাকে পুজো দিলেন বিদ্যা। বলি অভিনেত্রীকে দেখা মাত্রই মন্দির চত্বরের ভিড় যেন বেড়ে গিয়েছে আরও বেশি। হাসি মুখে ভক্তদের সঙ্গে ছবিও তুললেন।
এদিন অভিনেত্রীর সঙ্গে কালীঘাটে পুজো দিতে এসেছিলেন তাঁর মুম্বইবাসী বোন ও ভগ্নিপতি। তবে মহালয়ার দিন বিদ্যার কালীঘাট দর্শন কোনও বিশেষ দিন হিসেবে নয়, কলকাতায় এলেই কালীঘাট মন্দিরে পুজো দেন বলেই জানিয়েছেন বিদ্যা বালন। শুক্রবার রাতে কলকাতায় এসেছিলেন তিনি। আর শনিবার ভোরবেলাতেই চলে যান কালীঘাটে মায়ের দর্শনে। ভক্তদের সেলফির আবদারই মিটিয়েছেন তিনি। খালি পায়ে আর পাঁচজন সাধারণ মানুসের মতই মন্দিরের সামনের গেট দিয়ে এদিন ভিতরে প্রবেশ করেন বিদ্যা।
কালীঘাট মন্দিরে বিদ্যা বালন...
#Viral: #VidyaBalan was spotted at Kalighat offering prayers to the Goddess there today to celebrate Mahalaya. Watch on...@vidya_balan#Kalighat #Kolkata #Bollywood #CelebSpotted #DurgaPuja #durgapooja #pujo2023 pic.twitter.com/FaC5nEc4Zb
— Calcutta Times (@Calcutta_Times) October 14, 2023
হাতে কিছু কাজ নিয়ে কলকাতায় এসেছেন অভিনেত্রী। শহরের এক বড় পুজো মণ্ডপে দেখা যাবে 'কাহানী' অভিনেত্রীকে। আজ শনিবার মহালয়া হলেও দেবীপক্ষের সূচনার আগেই পিতৃপক্ষে অর্থাৎ বৃহস্পতিবার ভার্চুয়ালি বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।