মেদিনীপুরে বিষাক্ত স্যালাইন কাণ্ড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে। তবে এই নিয়ে বিরোধীরা শাসক দলকে আক্রমণ শানাতে ছাড়ছে না। উল্টে এই ঘটনায় তৃণমূল সরকারের বিরুদ্ধেই সুর চড়াচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। এদিন তিনি বলেন, আরজি কর কাণ্ড যখন সামনে এসেছিল, তখনই দুর্নীতি ইস্যুও সামনে এসেছিল। আর এই ঘটনায় গ্রেফতারও হয়েছে। ওই সময়ই সামনে এসেছিল যে স্বাস্থ্য দফতরের যিনি ওপরে বসে রয়েছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে চুরি হচ্ছে।
রাজ্য সরকারের ওপর আক্রমণ সুকান্তের
সুকান্ত আরও বলেন, চুরি ছাড়াও ভুয়ো ও ভেজাল ওষুধ রোগীদের দেওয়া হচ্ছে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে। এবং এই নিয়ে স্বাস্থ্য ভবনেও চিকিৎসকরা চিঠি পাঠিয়েছিল, প্রসূতিদের অক্সিটোসিন ইনজেকশন দেওয়া হয়, অনেক সময় দেখা গিয়েছিল যে এই ইনজেকশন দেওয়ার পর মৃত্যু হচ্ছে। যে কারণে ওষুধের ওপর সন্দেহপ্রকাশ করে চিকিৎসকরা স্বাস্থ্য ভবনে চিঠিও পাঠিয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আমজনতার কী সমস্যা হচ্ছে, তাই নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন মুখ্যমন্ত্রী, আসলে ওনার ভাইপো আমেরিকায় জন্য আমেরিকা আছেই। এখানে যে পরিমাণে দুর্নীতি হচ্ছে সেক্ষেত্রে কয়েকদিন বাদে দেখব যে ঘুষ দিয়ে টিউবওয়েলের জল ওষুধ হিসেবে ব্যবহার করা হবে।
দেখুন ভিডিয়ো
#WATCH | Kolkata, West Bengal: On the death of a pregnant woman allegedly due to medical negligence in Midnapore, Union Minister Sukanta Majumdar says, "During the investigation in the RG Kar Medical College rape-murder case it was revealed that fake medicines are being supplied… pic.twitter.com/9YwoehEWrK
— ANI (@ANI) January 11, 2025