কলকাতা, ১৬ ডিসেম্বর: ২০২১ বিধানসভা ভোটের পর এই প্রথম মুখোমুখি সাক্ষাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় (ইস্টার্ন জোনাল) কাউন্সিলের বৈঠকে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ, ওডিশা, বিহার, ঝাড়খণ্ড ও সিকিমে আন্তর্জাতিক সীমান্ত এবং আন্ত:রাজ্য ইস্যু নিয়ে রাজ্যগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন শাহ। সেই বৈঠকেই শাহি সাক্ষাত হবে মমতার। নবান্নে এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবেরও। ওড়িশার মুখ্য সচিব সব শীর্ষ আমলার থাকবতে পারেন শাহি বৈঠকে।
গত ৫ নভেম্বর ওই বৈঠক হবে বলে ঠিক ছিল। কিন্তু শাহ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ার পিছিয়ে গিয়ে আজ, শনিবার হচ্ছে এই বৈঠক। আরও পড়ুন-আরও কমে জানুন শহরের তাপমাত্রা কত
পঞ্চায়েত নির্বাচনের আগে মমতা-অমিতের সাক্ষাতকে আলাদা নজরে দেখছে রাজনৈতিক মহল। অনেক কথা বলার পরেও ২০২১ নির্বাচনে মমতা ঝড়ে উড়ে যায় বিজেপি। তবে শিক্ষা নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার মামলা। তৃণমূলের বড় নেতা-মন্ত্রী জেলে থাকায় হালে পানি পেয়েছে রাজ্য বিজেপি। এদিকে, আবার ১০০ দিনের টাকা আটকে রাখায় কেন্দ্রের ওপর বেজায় ক্ষুব্ধ মমতা। এমন সময় নবান্নে অমিত শাহ-কে মুখোমুখি দেখে মমতা কী বলেন সেটাই দেখার।