উপস্থিত ছিল বোম্ব স্কোয়াড, এয়ারফোর্সের আধিকারিক, গোপীবল্লভপুর থানার আধিকারিক ও ঝাড়গ্রাম জেলার আধিকারিকরা। গ্রামের লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়ে এই বোম নিস্ক্রিয়করণের কাজ হয়। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এই খবরটি প্রকাশ্যে আনেন। সেই সঙ্গে গোটা টিমকেও শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।

গতকাল গোপীবল্লভপুরের ভুলনপুর এলাকার সুবর্ণরেখা নদীর তীববর্তী অঞ্চলে চাষের জমি খুঁড়তে গিয়ে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করেছিল বিশালাকারের এক ধাতব বস্তু। প্রথমে আকৃতি দেখে তাঁদের সিলিন্ডার মনে হয়। কিন্তু পরে তাঁরা বোমা বলে দাবি করে। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে ওই ধাতব বস্তুটি উদ্ধার করে। পরীক্ষানিরীক্ষা করে জানা যায়, বোমাটি সক্রিয় ছিল না। তবে এদিন সেই বোমাকেই নিষ্ক্রিয় করা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গোপীবল্লভপুরে ছিল ব্রিটিশদের ঘাঁটি এবং এর থেকে ৫০ কিলোমিটার দূরে বালিভাষা ও শঙ্করবনিতে ছিল ব্রিটিশদের বিমান ঘাঁটি। সেই কারণেই এই এলাকা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমলের বোমা মিলেছে বলে দাবি করছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। এদিন দুপুর ১টা নাগাদ এই বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।