দুর্নীতি দমন নিয়ে গত বৃহস্পতিবারই কড়া দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। দল, ব্যক্তি নির্বিশেষে যেই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন তাঁকেই গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। আর মুখ্যমন্ত্রীর এই নির্দেশ আসার পর ২৪ ঘন্টাও কাটল না, তার মধ্যেই গ্রেফতার করা হল দুই শাসক দলের প্রভাবশালী নেতাকে। জানা যাচ্ছে, লোহার যন্ত্রাংশ পাচার ও দুর্নীতিকাণ্ডে দুর্গাপুরের ব্লক সহ সভাপতি রিন্টু পাঁজা ও প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও গ্রেফতারির পরেও অভিযুক্তদের দাবি তাঁরা কোনও দোষই করেননি।
দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াঙ্কা পাঁজার স্বামী রিন্টু। প্রশাসনিক কোনও পদে না থাকলেও ৩ নম্বর ব্লকের সহ সভাপতি হওয়ায় যথেষ্ট প্রভাবশালী ছিলেন তিনি। অন্যদিকে ওই ব্লকের প্রাক্তন সাধারণ সম্পাদক ও প্রাক্তন কাউন্সিলর হিসেবে অরবিন্দ ওরফে বুবুনও ছিলেন যথেষ্ট প্রভাবশালী। দীর্ঘদিন ধরেই তাঁদের বিরুদ্ধে বেআইনি লোহা পাচার নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছিল।
তবে বৃহস্পতিবার রাতে দুজনকেই থানায় ডাকা হয়। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। অবশেষে শুক্রবার সকালে তাঁদের গ্রেফতার করা হয়। এদিন গ্রেফতারির পর দুজনকে আদালতে তোলার সময় প্রশ্ন করা হলে তাঁরা বলেন, মামলা করা হয়েছে, তবে তাঁদের অপরাধটা ঠিক কী সেটাই তাঁরা জানেন না। একইসঙ্গে তাঁরা বলেন যে দল আমাদের পাশে রয়েছে।