জয়পুর: রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Rasthan's former Chief minister) ও বিজেপি নেত্রী (BJP Leader) বসুন্ধরা রাজের (Bashudhara Raje) দুর্নীতির (corruption) বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না বর্তমান অশোক গেহলটের সরকার। এই অভিযোগ জানিয়ে অনশন বসছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী (former Deputy Minister) ও কংগ্রেস নেতা (congress Leader) সচিন পাইলট Sachin Pilot)। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়টি কোন গুরুত্ব দিতেই রাজি হননি রাজ্যস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
এপ্রসঙ্গে বধবার তিনি বলেন, "আমাদের লক্ষ্য হল মুদ্রাস্ফীতির হারকে (reduce inflation) কমানো। এছাড়া আমরা অন্য কোনও বিষয়ে গুরুত্ব (pay attention) দিতে চাই না। এতে যাঁর যা ইচ্ছা তিনি তা করতে পারেন। এই বিষয়ে আমাদের কোন গুরুত্ব দেওয়ার বিষয় নেই।" আরও পড়ুন: Bomb Threat In Delhi Shool: দিল্লির স্কুল বোমাত্মঙ্ক, জোর তল্লাশি SWAT টিমের
#WATCH | Rajasthan: Our goal is to reduce inflation. Apart from this, we do not and will not pay attention to anything else: Rajasthan CM Ashok Gehlot on the question raised by Sachin Pilot and other leaders in Jaipur pic.twitter.com/Dfkec3WoRT
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) April 12, 2023