কলকাতাঃ দলের মুখপাত্র পদ থেকে সরানো হল তৃণমূল(TMC) নেতা শান্তনু সেনকে(Shantanu Sen)। সম্প্রতি আর জি কর ইস্যুতে((R G Kar Case) ) সরব হয়েছিলেন তিনি এবং তাঁর স্ত্রী। প্রকাশ্যে এই ঘটনার নিন্দে করতে শোনা যায় আর জি করের প্রাক্তনী এবং শান্তনু সেনের স্ত্রী ডঃ কাকলি সেনকেও। আর জি করেই হেনস্থার শিকার তাঁদের একমাত্র কন্যা, এই মর্মে ক্ষোভ উগরে দেন চিকিৎসক দম্পতি। এই আবহে আজ, স্বাধীনতা দিবসে তাঁকে মুখপাত্র পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিল শাসক দল। প্রসঙ্গত, কয়েকদিন আগেই তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন আর জি করের পরিবেশ নিয়ে মুখ খোলেন। তাঁকে বলতে শোনা যায়, "বর্তমানে আর জি করের পড়াশোনা রসাতলে গিয়েছে। আমি ওই কলেজের প্রাক্তনী। আমার মেয়ে সেখানেই পড়ে। আজকাল শুনেছি কয়েকজনকে খুশি করতে পারলেই পরীক্ষার প্রশ্ন জানা যায়। অবাধে টোকাটুকি চলে।" কিছু ঘটনার প্রতিবাদ করায় তাঁর কন্যাকে একঘরে করে দেওয়া হয় বলেও বিস্ফোরক অভিযোগ করেন প্রাক্তন বিধায়ক। শুধু শান্তনুই নন, তাঁর স্ত্রী কাকলি সেনও সংবাদমাধ্যমের সামনে বলেন, "মেয়েকে এরপর নাইট ডিউটিতে পাঠাতে ভয় পাব।" প্রকাশ্যে এই সব মন্তব্যের খেসারতই কি দিতে হল শান্তনু সেনকে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। শান্তনুকে পদ থেকে সরানোর খবর সামনে আনেন জয়প্রকাশ মজুমদার। এদিন তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের দায়িত্ব থেকে থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা বেশ কয়েকদিন আগেই করা হয়েছে। আরজি করের যে ঘটনা চলছে, সেটা শুরু হওয়ার পরপরই এই সিদ্ধান্ত নিয়েছে দল। গতকালই বেহালার মিটিং থেকে মুখ্যমন্ত্রী অনেকটাই জানিয়েছেন। আজ আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে এটা স্পষ্ট করে দেওয়ার জন্য।" এখানেই শেষ নয়, জয়প্রকাশ আরও বলেন, "বিগত কয়েকদিন ধরে মিডিয়ার সামনে উনি যে বক্তব্য তুলে ধরছিলেন তা ওঁর নিজের। সেই বক্তব্যকে দল সমর্থন করে না।"
#NewsAlert | TMC नेता शांतनु सेन को पार्टी ने प्रवक्ता पद से हटाया#WestBengal #ShantanuSen #RGKarHospital pic.twitter.com/zgizYtoiHv
— Times Now Navbharat (@TNNavbharat) August 15, 2024