Photo Credits: FB and twitter

কলকাতা:  কেন্দ্রীয় সরকারের (Union government) কাছে মনরেগা (MGNREGA)-সহ একাধিক সামাজিক প্রকল্পের বকেয়া টাকা চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (West Bengal Governor CV Ananda Bose) একটি স্মারকলিপি জমা দিয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। রাজ্যপাল কথা দিয়েছিলেন বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন। বর্তমানে দিল্লিতে থাকলেও সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমেল (email) করে বিষয়টি কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন বলে জানান। আরও পড়ুন: Crocodile Kalna Video: কালনার রাস্তায় ঘুরছে কুমির, লোকালয়ে ১০ ফুটের তেনাকে দেখে পিলে চমকালো বর্ধমানবাসীদের, দেখুন ভিডিয়ো

এরপরই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Trinamool Congress general secretary Abhishek Banerjee) টুইট করে রাজ্যের বকেয়া টাকার বিষয়টি কেন্দ্রের কাছে তুলে ধরার জন্য প্রকাশ্যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ধন্যবাদ (publicly thanked) জানালেন। আরও পড়ুন: India Post: দুর্গাপুজো উপলক্ষ্যে এবার ডাক বিভাগের মাধ্যমে বিদেশেও পাঠানো যাবে বাঙালির প্রিয় রসগোল্লা