সামনেই পুজো, আর এই পুজো উপলক্ষ্যে বিদেশের মাটিতে পরিবারের সদস্য এবং বন্ধু বান্ধবদের রসগোল্লা পাঠানোর ব্যবস্থা করল ভারতীয় ডাক বিভাগ। দুর্গাপুজো উপলক্ষ্যে এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে পশ্চিমবঙ্গের পোস্ট অফিস সার্কেলগুলিতে। তবে এই ক্ষেত্রে বেশ কিছু শর্তও বেধে দিয়েছেন পোস্টাল কর্তৃপক্ষ। এই রসগোল্লা পাঠানোর ক্ষেত্রে এর প্যাকেজিংয়ের দায় নিতে হবে কর্তৃপক্ষকেই।
বেঙ্গল পোস্টাল দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, "এই ধরনের রসগোল্লা পাঠানোর কাজ অনেক সংস্থায় করছেন তবে তাদের সার্ভিস চার্জ অনেক বেশি । যদিও এই ধরনের সার্ভিসের ক্ষেত্রে পোস্টাল দফতরে খরচা অনেকটাই কম অন্যান্য সংস্থার তুলনায়।"
তবে এই প্রথম নয় এর আগেও এই ধরনের কাজের সঙ্গে নিজেদের যুক্ত করেছে ভারতীয় ডাক বিভাগ। দেশের বাইরে পাঠানো হয়েছে বিভিন্ন ধরনের মিষ্টান্ন।জানুয়ারী ২০১৮ সালে দফতরের পক্ষ থেকে রসগোল্লার প্রস্তুতকারক নবীনচন্দ্র দাসকে সম্মানিত করেছিল কর্তৃপক্ষ। বিশেষ স্বীকৃতি সহ তৈরি করা হয়েছিল ছবি সহ স্ট্যাম্প এবং স্পেশাল কভার।
রসগোল্লার জিআই ট্যাগ পাবার পর এই সম্মান জ্ঞাপন করা হয় নবীনচন্দ্র দাসকে।
Bengalis can avail special courier service of Indian Post Dept to send rasgulla abroad
Read: https://t.co/bMOZSBaim2 pic.twitter.com/r0L22WhIy0
— IANS (@ians_india) October 10, 2023