নতুন দিল্লি, ২২ ডিসেম্বর: তৃণমূলের (Trinamool Congress) প্রতিনিধি দলকে (Delegation) উত্তরপ্রদেশে ঢোকার অনুমতি দিল না যোগী আদিত্যনাথের সরকার (Yogi Adityanath)। গত তিন-চার সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের আগুন জ্বলছে উত্তরপ্রদেশজুড়ে (Uttar Pradesh)।। উত্তরপ্রদেশে কিছু জায়গায় এখনও জারি রয়েছে ১৪৪ ধারা (144) , এই সময় বাইরে থেকে রাজনীতিকরা এলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা যোগী সরকারের। তাই তৃণমূলের প্রতিনিধি দলকে বিমানবন্দর থেকেই ফেরানো হতে পারে।
আজ প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীর (Dinesh Trivedi) নেতৃত্বে চার সদস্যের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আগামীকাল লখনউ যেতে পারে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও দলে থাকার কথা ছিল সাংসদ প্রতিমা মণ্ডল, আবির বিশ্বাস ও নাদিমূল হক। উত্তরপ্রদেশের পুলিশের গুলিতে যাঁরা নিহত হয়েছেন তাঁদের পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল এই প্রতিনিধি দলের। তবে গতকাল থেকেই তৃণমূলের উত্তরপ্রদেশে প্রবেশ করা নিয়ে ধোঁয়াশা ছিল। রাজনৈতিক মহল অবশ্য জানিয়েছিল তারা কোনো বিরোধী দলকে ধারে কাছে আসতে দেবে না। আরও পড়ুন, CAA নিয়ে বিজেপিকে চাপে রাখার কৌশল, লখনউ যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল
UP DGP, OP Singh: We have come to know that some political leaders of Trinamool Congress want to visit here (Lucknow). We will not permit them for the same as section 144 is imposed in the area and it can make the atmosphere more tense. #CitizenshipAmendmentAct pic.twitter.com/vcL3dD0EMN
— ANI UP (@ANINewsUP) December 22, 2019
আজ রাজ্যের ডিজিপি ওপি সিংহ সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,‘‘তৃণমূল-কংগ্রেসের কিছু নেতারা এখানে আসতে চাইছেন বলে জানতে পেরেছি। এই মুহূর্তে ১৪৪ ধারা জারি রয়েছে এখানে। ওই নেতাদের আগমনে উত্তেজনা বাড়তে পারে। তাই ওঁদের অনুমতি দেওয়া হবে না।’’ গত কয়েক দিনে পরিস্থিতি অনেকটাই শুধরেছে। জায়গায় জায়গায় মিটিং-মিছিল হলেও, হিংসাত্মক বিক্ষোভ হয়নি।