Rain (Photo Credits: X)

দিল্লি, ২৩ মে: মৌসুমী বায়ু এবার আগেই প্রবেশ করছে। সেই সঙ্গে ঘূর্ণিঝড়ের (Cyclone) জোড়া ফলার জেরে গরমের মাঝেই আবহাওয়া (Today's Weather) পালটাতে শুরু করেছে। এসবের মাঝেই এবার আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে সতর্কতা। আবহওয়া দফতরের কথা অনুযায়ী যে রাজ্যগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে, সেগুলির তালিকা নীচে প্রকাশ করা হল।

দেখুন কোন রাজ্যে কী ধরনের সতর্কতা জারি করা হয়েছে...

কোঙ্কন এবং গোয়ায় (Goa) ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

মেঘালয়, অসম (Assam), কর্ণাটকের (Karnataka) উপকূল অঞ্চল, কেরল, মাহে এবং মধ্য মহারাষ্ট্রে জারি করা হয়েছে প্রচণ্ড ভারি বৃষ্টির সতর্কতা।

ছত্তিশগড়, গুজরাট (Gujarat), কর্ণাটকের প্রত্যন্ত অঞ্চল, মারাঠওয়াড়া, ওড়িশা (Odisha), তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, তেলাঙ্গানা এবং বিদর্ভতে ভারি বৃষ্টির সতর্কতা প্রকাশ করা হয়েছে।

ছত্তিশগড়, মধ্য মধ্যপ্রদেশ,  রাজস্থান, সৌরাষ্ট্র, কচ্ছ, বিদর্ভতে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুতের সতর্কতা। সেই সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।

অন্ধ্রপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, হিমাচলপ্রদেশ, ঝাড়খন্ড, কেরল, মাহে, প্রত্যন্ত কর্ণাটক, পাঞ্জাব, তেলাঙ্গানা, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে। সেই সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গের (West Bengal Weather) একাধিক জায়গায় আজ বৃষ্টি নামবে সন্ধে গড়াতে না গড়াতেই। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে। আবহাওয়া দফতরের সতর্কতায় এমনই জানানো হয়েছে। 

বিহার, উপকূলবর্তী কর্ণাটক, নাগাল্যান্ড, মণিপুর, মিজ়োরাম, ত্রিপুরা, ওড়িশা, দক্ষিণ প্রত্যন্ত কর্ণাটক এবং পশ্চিম উত্তরপ্রদেশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বৃষ্টি নামতে পারে। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে।

আরও পড়ুন: West Bengal Weather Today: শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা,উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, কোঙ্কন এবং গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে বজ্রগর্ভ মঘ এবং হালকা বৃষ্টি নামতে পারে।

কোঙ্কন এবং গোয়ার বিভিন্ন জায়গায় হাওয়া বইতে পারে। যা ক্রমশ ঝড়ের আকার নিতে পারে বলে সতর্কতা প্রকাশ করে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।