Photo Credit: X@ETVBharatWB

বুধবারের সাময়িক বৃষ্টি তপ্ত গরম থেকে কিছুটা আরাম ও স্বস্তি দিলেও বঙ্গের আকাশ (West Bengal Weather) এখনও আংশিক মেঘলা। পুরোপুরি মেঘলা আকাশেরও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার তাপমাত্রার পারদ কিছুটা কমলেও সকাল থেকেই গরম ও অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে অস্বস্তি আরও বাড়বে। রাজ্যে অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় প্রায় সব জেলাতেই কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।  উত্তরবঙ্গে (North Bengal Weather Update) বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গেছে  বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড় ও বাতাসের সম্ভাবনা।হাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তার পরের দু’দিনে তা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এর ফলে সারা সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি চলবে রাজ্যে।

সময়ের আগে বর্ষা-

কেরালায় আগামী দু এক দিনের মধ্যে বর্ষা (IMD Monsoon Update) আসতে চলেছে বলে আবহাওয়া দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। উল্লেখ্য উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৭ তারিখে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে । এরফলে ২৮ ও ২৯ তারিখ রাজ্যের উপকূলবর্তী জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া অফিসে (IMD Kolkata) র তরফে বার্তা দেওয়া হয়েছে।

কলকাতায়  (Kolkata Weather) আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।