আরজি কর-কাণ্ডের পটভূমিকে কেন্দ্র করে স্বল্পদৈর্ঘ্যের ছবি বানিয়ে বিপাকে তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদার (Rajanya Halder)। তৃণমূলের ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হল রাজন্যাকে। তবে কেবল রাজন্যাই নন। এই ছবির সঙ্গে যুক্ত তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তীকেও সাসপেন্ড করেছে টিএমসিপি (TMCP)। শুক্রবার রাতেই তৃণমূল ছাত্র পরিষদের তরফে এক্স হ্যান্ডেল থেকে বিবৃতি জারি করে রাজন্যা এবং প্রান্তিককে সাসপেন্ড করার খবরটি জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ, দলবিরোধী কার্যকলাপের জন্যে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং ছাত্র পরিষদের যাদবপুর-ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী রাজন্যা হালদারকে সাসপেন্ড করা হচ্ছে। দলের শৃঙ্খলারক্ষা কমিটির পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত এই সাসপেনশন বজায় থাকবে।
যে আরজি কর কাণ্ড নিয়ে উত্তার গোটা দেশ, সেই স্পর্শকাতর ঘটনার প্রেক্ষাপট অবলম্বন করে স্বল্পদৈর্ঘ্যের ছবি বানিয়েছিলেন প্রান্তিক এবং রাজন্যা। নিজেদের ছবির নাম দিয়েছিলেন 'আগমনী তিলোত্তমাদের গল্প'। ছবিতে অভিনয় করেছিলেন তৃণমূলের যুবনেত্রী রাজন্যা নিজে। ছবির পরিচালনা করেন রাজন্যার ঘনিষ্ঠ বন্ধু তথা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির পোস্টার। আরজি কর আবহে এই ছবি বানিয়ে বিতর্কে জড়ান তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতা। তবে আরজি করের প্রেক্ষাপটে ছবি বানানোর বিষয়টি একেবারেই মেনে নেয়নি দল। ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই পদক্ষেপ নেয় টিএমসিপি। সাসপেন্ড করা হয় প্রান্তিক এবং রাজন্যাকে।
সাসপেন্ড রাজন্যা এবং প্রান্তিক...
— West Bengal Trinamool Chhatra Parishad (@WBTMCPofficial) September 27, 2024
তবে দলের এই সিদ্ধান্তের পরেও নিজেদের ছবি নিয়ে অনড় রাজন্যা এবং প্রান্তিক। নির্ধারিত দিন অর্থাৎ ২ অক্টোবর মহালয়ার দিন মুক্তি পাবে 'আগমনী তিলোত্তমাদের গল্প' নামক এই ছবিটি। জানা গিয়েছে, এই শর্ট ফিল্মের দৃশ্য শুট করা হয়েছে সোনারপুর স্টেশন সংলগ্ন এলাকায়। এছাড়া বারুইপুরের জুলপিয়া রোডেও কিছু অংশের শুট হয়েছে।