কলকাতাঃ আজ ২১ শে জুলাট, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)শহিদ দিবস (Shahid Diwas)। ইতিমধ্যেই, ধর্মতলার (Dharmatala) সমাবেশে যোগ দিতে রাজ্যের নানা প্রান্ত থেকে হাজির কর্মী-সমর্থকরা। বিভিন্ন বাস, গাড়ি ভাড়া করে জেলা থেকে জোড়াফুল সমর্থকদের কলকাতায় আনা হচ্ছে। রবি সকাল থেকেই ধীরে-ধীরে ভরছে এসপ্ল্যানেড (Esplanade) চত্বর। একুশের সমাবেশে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন ৫ হাজার পুলিশকর্মী। মঞ্চের আশপাশে অবস্থিত বহুতল ভবন থেকেও নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে ধর্মতলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কিছুক্ষণ পরেই সেখানে উপস্থিত হবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। এ ছাড়া সমাবেশস্থলে হাজির থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক নেতারা। প্রসঙ্গত, গতকাল শনিবার সমাবেশস্থল পরিদর্শনে গিয়েছিলেন মমতা। তাঁর সঙ্গে ছিলেন সুব্রত বক্সি, চন্দ্রিমা ভট্টাচার্য,অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ, ফিরহাদ হাকিমরা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা মা কে রক্ষা করার লড়াইয়ের নাম একুশে জুলাই। এ লড়াই বাংলাকে রক্ষা, বাংলার অস্তিত্বকে রক্ষার লড়াই। সকলে মাথা ঠান্ডা করে আসবেন। সকলে সাবধানে আসবেন। বাস যেন জোরে না চলে তা দেখবেন। ”
দেখুন ভিডিয়ো
#WATCH | West Bengal: A large crowd begins gathering in Esplanade, Kolkata where a rally of the TMC will be held today.
Trinamool Congress is observing its annual 'Shahid Diwas' today in remembrance of 13 people shot dead in Kolkata in 1993 during a protest movement by the West… pic.twitter.com/mh3UVSulKP
— ANI (@ANI) July 21, 2024