বাংলায় এসআইআর (West Bengal SIR) ঘোষণা হওয়ার পর থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছে শাসক দল তৃণমূল। কখনও তাঁদের অভিযোগ, মানুষ আতঙ্কিত হয়ে আত্মঘাতী হচ্ছে, কখনও আবার সাইলেন্ট রিগিংয়ের অভিযোগ তুলছে তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক ডেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেন, ২০০২ সালের ভোটার লিস্ট ও বর্তমান ভোটার লিস্টের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এই সংশোধিত তালিকা থেকে বহু বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে বলে অভিযোগ রাজ্যের শাসক দলের।
ভোটার লিস্ট নিয়ে প্রশ্ন কুণালের
তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, “এখনও এসআইআর শুরু হয়নি, তার আগেই সাইলেন্ট রিগিং শুরু হয়েছে। একাধিক কেন্দ্রে ভোটার লিস্ট থেকে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। আমরা ২০০২ সালের ভোটার লিস্টের হার্ড কপি ও বর্তমান ভোটার লিস্টের সফট কপি মিলিয়ে এই ব্যবধান বুঝতে পারছি। যেমন ২০০২ সালে অশোকনগরের ১৫৯ নম্বর বুথে ৯০০ জন ভোটার ছিল। কিন্তু বর্তমান তালিকায় একজনেরও নাম নেই। অন্যদিকে আলিপুরদুয়ারে এক ব্যক্তির বাবা, মায়ের নাম বাদ গেছে। ফলে এটা একটা স্ক্যাম হচ্ছে। এর তদন্ত হওয়া উচিত”।
দেখুন কুণাল ঘোষের মন্তব্য
#WATCH | Kolkata | On SIR, TMC leader Kunal Ghosh says, "There is a clear difference between the hard copy of 2002 voter list and the soft copy of the same list... Booth number 159 of Ashok Nagar shows no record of voters, whereas at least 900 voters are there... This is almost a… pic.twitter.com/LtHBoHRgYq
— ANI (@ANI) October 30, 2025
বিজেপির সঙ্গে কমিশনের যোগসাজশের অভিযোগ কুণালের
সাংবাদিক সম্মেলনেও তিনি বলেন, “একসঙ্গে এত ভোটারের মৃত্যু হয়ে যেতে পারে না। বিজেপির অফিসে চুপি চুপি কারচুপি চলছে। নাহলে এসআইআরের আগেই কীভাবে বিজেপি নেতারা বলতে পারে যে কত ভোটারের নাম বাদ যাবে। একটা বড়সড় দুর্নীতি চলছে। আমরা একজন বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। প্রতিটি বুথে নজর রাখতে হবে। পুরোনো ভোটার তালিকা মিলিয়ে দেখতে হবে”।