কলকাতা, ১৯ মার্চ: নির্বাচনের প্রাক্কালে (West Bengal Assembly Election 2021) তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী বদল। নদিয়া জেলার কল্যাণীর ৯২ নম্বর নির্বাচনী এলাকা, উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের ১০১ নম্বর নির্বাচনী এলাকা এবং আমডাঙ্গার ১০২ নম্বর নির্বাচনী এলাকা এবং বীরভূম জেলার দুবরাজপুরের ২৮৪ নম্বর নির্বাচনী এলাকার প্রার্থী বদল করা হয়েছে।
নদিয়ার নতুন প্রার্থীর নাম অনিরুদ্ধ বিশ্বাস, অশোকনগরের নতুন প্রার্থীর নাম নারায়ণ গোস্বামী, আমডাঙায় নতুন প্রার্থী রফিকুর রহমান এবং দুবরাজপুর দেবব্রত সাহা।
আরও পড়ুন, বিজেপির প্রার্থীপদ প্রত্যাখ্যান করেছেন, শিখা মিত্রকে ধন্যবাদ সোনিয়ার
West Bengal: TMC replaces candidates in Nadia District’s Kalyani Constituency (No. 92), North 24 Pargana District’s Ashoknagar Constituency (No. 101) & Amdanga Constituency (No. 102) and Birbhum District’s Dubrajpur Constituency (No 284) pic.twitter.com/GOYx8Bt3LR
— ANI (@ANI) March 19, 2021
ঠিক কী কারণে তৃণমূলের প্রার্থী বদল তা জানা যায়নি। মনে করা হচ্ছে সম্ভবত প্রার্থী ঘোষণার পর দলের অন্দরে ক্ষোভ দেখা যাচ্ছিল তাই বদল করা হল। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন, তাতে কল্যাণীতে প্রার্থী করা হয়েছিল রমেন্দ্র নাথ বিশ্বাসকে, অশোকনগরে প্রার্থী ছিলেন ধীমান রায়, আমডাঙায় মোস্তাক মুরতাজা এবং দুবরাজপুরে অসীম ধীবর।