গত সোমবার গ্রেফতার হয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। মূলত হাসপাতালে দুর্নীতির ঘটনায় যুক্ত থাকার কারণেই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। আর এই গ্রেফতারিকে নৈতিক জয় মনে করছে আন্দোলনকারী চিকিৎসক ও রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, সন্দীপ ঘোষকে গ্রেফতার করার পর এই দুর্নীতিতে জড়িত রাঘব বোয়ালদেরও নাম সামনে আসবে। এমনকী এই দুর্নীতিতে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ করছে বিজেপি। যার ফলে সন্দীপ ঘোষের গ্রেফতারির পর কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এরপরেও আরজি করের প্রাক্তন সুপারের গ্রেফতারিকে সমর্থন করতে দেখা গেল রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষকে (Sagarika Ghose)।
মঙ্গলবার তিনি ভিডিয়ো বার্তায় বলেন, আরজি করের প্রাক্তন সুপারের গ্রেফতারি সঠিক পদক্ষেপ। আর এর মাধ্যমে এটা প্রমাণিত যে বাংলায় কোনও ভয় বা পক্ষপাত ছাড়াই আইন শৃঙ্খলা কাজ করছে। রাজ্য সরকার শুরু থেকেই সিবিআই তদন্তকে সমর্থন করে এসেছে এবং আমরা চাই এই ঘটনায় যারাই জড়িত রয়েছে বা অভিযুক্ত, তাঁদের যেন গ্রেফতার করা হয় এবং দ্রুত শাস্তি দেওয়া হয়।
Watch: TMC Rajya Sabha MP Sagarika Ghose reacts to the arrest of former RG Kar Hospital principal Sandip Ghosh, says, "The arrest of the former principal is a correct step and shows that the law is functioning in Bengal without fear or bias..." pic.twitter.com/0Kw5t9ffsO
— IANS (@ians_india) September 3, 2024
রাজ্যসভার সাংসদ সাগরিকা আরও বলেন, আমরা চাই সিবিআই যেন দ্রুত এই কেসের মিমাংসা করে সেই সঙ্গে যেন এই ঘটনার আসল সত্যি সকলের সামনে আনে। আমরা মনে করিয়ে দিতে চাই যে এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছিল। এর থেকে পরিস্কার যে বাংলার সরকার কোনও অপরাধীকে রেয়াত করবে না। আমরা ন্যায়বিচার চাই, রাজনীতি নয়।