এসআইআর আতঙ্কে মৃত্যুমিছিল অব্যাহত রাজ্যে। পানিহাটি. বীরভূমের পর এবার পূর্ব বর্ধমানের এক পরিযায়ী শ্রমিক তামিলনাড়ুতে আত্মঘাতী হন। এখনও পর্যন্ত ৩-৪ জনের মৃত্যু হয়েছে এই আতঙ্কে। পানিহাটিতে প্রদীপ করের মৃত্যুর পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন এই মৃত্যুগুলির জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দায়ীর। এবার সেই সুরেই সুর মেলালেন রাজ্যের শাসক দলের আরও এক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

কী বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

কল্যাণের মতে, “রাজ্যে এসআইআর নিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই আতঙ্কের কারণেই কয়েকজন আত্মঘাতী হয়েছেন। এই মৃত্যুগুলির জন্য শুঘুমাত্র নির্বাচন কমিশন ও বিজেপিই দায়ী। বিজেপি নেতারা বলছিল নথি না থাকলেই দেশ থেকে বের করে দেওয়া হবে। এই আতঙ্কেই অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এমনকী প্রধা্নমন্ত্রী নরেন্দ্র মোদীও অনেক সময় এসআইআর নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছে। তাঁরও জবাবদিহি করতে হবে”।

বাংলায় এসআইআর

আগামী ৪ নভেম্বর থেকে বাংলায় এসআইআর শুধু হচ্ছে। গত শনিবার থেকেই বিএলও-দের প্রশিক্ষণ দিতে শুরু করেছে নির্বাচন কমিশনের আধিকারিকরা। যদিও বুথ লেভেল অফিসারদের মধ্যে অনেকে আবার ঝামেলার মুখোমুখি হবে এই আতঙ্কে রয়েছে। যদিও তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা রাজ্য সরকারের দায়িত্ব বলে স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন।