Photo Credits: ANI

দিনকয়েক ধরেই ফেসবুকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসিয়াল পেজে কিছু তথ্য মুছে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অনেকেই প্রশ্ন করছিলেন যে দলের সঙ্গে আচমকা দুরত্ব বেড়ে গেল কেন? বিষয়টি নজরে আসে খোদ ডায়মন্ড হারবারের সাংসদেরও। আর তাই বুধবারই মেটাকে আইনি নোটিশ পাঠালেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। আর তারপরেই বৃহস্পতিবার ফেসবুক পেজে আবার আগের তথ্য ফিরল। যদিও এই নিয়ে রাজ্য রাজনীতি তো বটেই, এমনকী দলের অন্দরেও কানাঘুষো শুরু হয়ে গিয়েছিল।

বায়ো থেকে উড়ে যায় দলের নাম

জানা যাচ্ছে, কয়েকদিন আগেই অভিষেকের অফিসিয়াল ফেসবুক পেজে দেখা যায় বায়োতে লেখা সাংসদ ও সাধারণ সম্পাদক, পাশে ছিল না তৃণমূল কংগ্রেসের নাম। এই নিয়ে শুরু হয়ে জল্পনা। অনেকেই যেমন দাবি করছিলেন, সম্ভবত সাইবার বিভ্রাট কিংবা কেউ হয়তো হ্যাক করেছে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তেমনই কয়েকজন মনে করছিলেন সাংসদ নিজেই তথ্যবদল করেছেন।

বায়োতে ফিরল তৃণমূল কংগ্রেসের নাম

তবে বুধবার মেটাকে আইনি নোটিশ পাঠিয়ে এই বিষয় স্পষ্ট করে দিলেন যে তিনি নিজে থেকে কোনও তথ্যবদল করেননি। বরং এটা সাইবার বিভ্রাট বা কেউ তাঁর ওপর নজরদারি রাখছেন, সেই কারণে এই সমস্যা হচ্ছে। যদিও অভিযোগ পাঠানোর পর বৃহস্পতিবারের মধ্যেই বায়োতে ফিরে আসে তৃণমূল কংগ্রেসের নাম।