জনসংযোগ করতে বৃহস্পতিবার সকাল থেকে এলাকাবাসীদের কাছে গিয়েছিলেন চুঁচুড়ার (Chinsurah) বিধায়ক অসিত মজুমদার। কিন্তু আচমকাই ঘটল বিপত্তি। নর্দমার স্ল্যাব ভেঙে পা ঢুকে গেল ভেতরে। তারপর তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। জানা গেল চিড় ধরেছে বা পায়ে। সেই কারণে আপাতত তাঁকে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা। এদিন সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কলাবাজার এলাকায়। সকাল থেকে সবই ঠিকঠাক চলছিল। বাসিন্দারা এসে নিজেদের সমস্যার কথা জানাচ্ছিলেন। ওই এলাকায় জল ও রাস্তার সমস্যা দীর্ঘদিন ধরেই চলছিল।

বাসিন্দাদের সঙ্গে সেই সংক্রান্ত কথাবার্তা চলার মাঝেই আচমকা তিনি যে স্ল্যাবে দাঁড়িয়েছিলেন তা আচমকাই ভেঙে পড়ল। আর বাঁদিকে পা ঢুকে গেল নর্দমায়। এরপর তড়িঘড়ি নিরাপত্তারক্ষী ও কর্মী সমর্থকেরা এসে তাঁকে তুলে আনে। সেই অবস্থাতেও বেশ কিছুক্ষণ জনসংযোগ চালান অসিত মজুমদার। তবে পায়ের ব্যাথা বেড়ে যাওয়ায় বেশিক্ষণ তিনি জনসংযোগ করতে পারলেন না।

অল্প সময়ের মধ্যে পা ফুলে ঢোল হলে গেলে তাঁকে তড়িঘড়ি তাঁকে ব্যাণ্ডেলের এক অর্খোপেডিক সার্জনের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই জানা যায় যে তাঁর বাঁ পায়ে চিড় ধরেছে। ফলে আপাতত বাইরে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন চিকিৎসকেরা।