কলকাতা, ২২ সেপ্টেম্বর: এবার ফের শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন ইদ্রিস আলি। তৃণমূল কংগ্রসের ইদ্রিস আলি এবার সাদা পঞ্জাবির উপর লিখলেন, 'I am male, ED, CBI cannot touch me'। বিজেপির নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়েই এবার রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করেন ইদ্রিস। বিধানসভায় হাজির হয়ে নিজের সাদা রঙের পাঞ্জাবির উপর 'I am male, ED, CBI cannot touch me' লিখে শুভেন্দুকে কটাক্ষ করেন ইদ্রিস।
সম্প্রতি বিজেপি নবান্ন অভিযান ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ওইদিন বিজেপির বিক্ষোভের সময় শুভেন্দুকে আটক করতে যান এক মহিলা আধিকারিক। মহিলা আধিকারিক যাতে শুভেন্দুকে স্পর্শ না করেন, তার জন্য আগ থেকেই সতর্ক হন বিজেপি নেতা।
এমনকী ওই মহিলা পুলিশ কর্মীকে দেখে শুভেন্দু অধিকারী বলেন, তিনি পুরুষ। মহিলা পুলিশ কর্মী যে তাঁকে স্পর্শ না করেন। মহিলা পুলিশ কর্মীকে শুভেন্দু অধিকারীর ওই সতর্কতা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। পুলিশ নিজের কাজ করতে গিয়েছিল। পুলিশের কাজে বাধা দিয়ে শুভেন্দু কেন প্রশাসনের মহিলা আধিকারিককে 'আই অ্যাম মেল' বলে সতর্ক করেন, তা নিয়ে মজা মশকরা শুরু হয়। শুভন্দুর ওই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া মিমেও ভরে উঠতে শুরু করে।
আরও পড়ুন: Video: 'মহাত্মা গান্ধীর' সঙ্গে লড়াই, WWE রিংয়ের অ্যানিমেটেড ভিডিয়ো দেখে রেগে আগুন নেট জনতা
শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতেই এবার সাদা পাঞ্জাবির উপর 'I am male, ED, CBI can't touch me' লিখে বিধানসভায় হাজির হন তৃণমূল কংগ্রেসের ইদ্রিস আলি।