কলকাতা, ২ অক্টোবর: এবার করোনা আক্রান্ত হলেন রাজ্যর পরিষদীয় মন্ত্রী তাপস রায় (Tapas Roy)। বুধবার তিনি কোভিড টেস্ট করান। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ টেস্ট রিপোর্ট এলে জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন বরানগরের বিধায়ক। স্বাস্থ্যসচিব নিজে ফোন করে সংক্রমণের খবর দেন তাঁকে। চিকিৎসকদের পরামর্শ মেনে রাতেই কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তাপস রায়। নিজে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “আমার উপসর্গ নেই, তবে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি।” তাপসবাবুর স্ত্রী এবং মেয়ে হোম আইসোলেশনে রয়েছেন। কয়েকদিন পরে তাঁদেরও টেস্ট করানো হবে। লকডাউন পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা মাঠে-ময়দানে নেমে কাজ করছেন। মানুষের অভাব-অভিযোগ শুনছেন। সেই সূত্রে অনেকে করোনায় আক্রান্তও হচ্ছেন।
এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি। তিনি হাসপাতালেই ভর্তি আছেন। অন্যদিকে গতমাসে করোনা জয় করে হাসপাতাল থেকে ফিরেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সংক্রমণের একদম প্রথম দিকে করোনা আক্রান্ত হন মন্ত্রী সুজিত রায়। তিনিও সুস্থ হয়ে উঠেছেন। তবে মারণ রোগ তৃণমূলের ঘরে বিষাদ বয়ে এনেছে বেশ কয়েকবার। রাজ্যের আরও এক বিধায়ক গুরুপদ মেটে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। করোনা ধরা পড়ার পর হাওড়ার সঞ্জীবনী হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন সঞ্জীবনীতেই মৃত্যু হয় ইন্দাসের বিধায়কের। বয়স হয়েছিল ৫২ বছর। দিন দশ আগে জ্বরে হয়েছিল বাঁকুড়ার ইন্দাসের বিধায়কের। চার দিকে ভাইরাস সংক্রমণের কারণে স্বাভাবিক কারণেই করোনা পরীক্ষা করাতে দিয়েছিলেন। রিপোর্ট জানার পরেই প্রথমে বাঁকুড়ার ওন্দা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে শারীরিক পরিস্থিতির ক্রম অবনতি হলে, পরিবারের লোকজন তাঁকে হাওড়ার ওই বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু, তার পরেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বৃহস্পতিবার সন্ধে ছ’টা পাঁচ মিনিটে তিনি প্রয়াত হন। আরও পড়ুন-TMC MLA Gurupodo Mete Died: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বাঁকুড়ার ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটের
তারও আগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পলতার তিনবারের বিধায়ক তমোনাশ ঘোষ। তৃণমূলের কোষাধ্যক্ষও ছিলেন এই প্রয়াত নেতা। তারপরে করোনায় আক্রান্ত হয়ে মারা যান পূর্ব মেদিনীপুরের এগরার বিধায়ক সমরেশ দাস। বৃহস্পতিবার মৃত্যু হল ইন্দাসের বিধায়কের। অর্থাৎ এখনও অবধি শাসক দলের তিন বিধায়কের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে।করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীও।