কলকাতা, ১ অক্টোবর: করোনা (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল বাঁকুড়ার ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটের (Gurupodo Mete)। কয়েকদিন আগই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। কিন্তু গত তিন-চার দিনে পরিস্থতি অত্যন্ত খারাপ হযে যায়। আজ বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
ইন্দাসের দু’বারের বিধায়ক ছিলেন গুরুপদবাবু। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে তাঁর স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তারপরে এদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।আরও পড়ুন: Ahmed Patel: করোনা আক্রান্ত প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল, রয়েছেন হোম আইসোলেশনে
Deeply saddened by the passing away of @AITCofficial Bankura District Coordinator and two-time MLA Gurupada Mete. His unparalleled devotion to serve the citizens of Bengal will always be remembered. My heartfelt condolences to his family and closed ones.
— Mamata Banerjee (@MamataOfficial) October 1, 2020
এ নিয়ে শাসক দলের তিন বিধায়ক করোনায় প্রাণ হারালেন। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা এখন করোনার সঙ্গে লড়াই করছেন। এর আগে ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ, এগরার বিধায়ক সমরেশ দাস করোনা আক্রান্ত হয়ে মারা যান।