নতুন দিল্লি, ১ অক্টোবর: এবার করোনা আক্রান্ত প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল (Ahmed Patel)। নিজেই টুইট করে সংক্রমণের খবর জানালোন দলীয় কোষাধ্যক্ষ। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর সবথেকে বেশি আস্থা ভাজন আহমেদ প্যাটেল এদিন টুইট বার্তায় আর্জি রেখেছেন, গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন নিজেদের কোয়ারেন্টাইনে রাখেন। “আমি করোনা আক্রান্ত। তাই আমার সংস্পর্শে আসা সবাইকেই বলছি আইসোলেশনে থাকুন।” এদিকে প্রবীণ রাজনীতিকের করোনা আক্রান্তের খবর পেয়েই বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। আহমেদ প্যাটেলের রাজ্যসভার সতীর্থ জয়রাম রমেশ টুইট বার্তায় বলেছেন, “এই খবর শুনে দুঃখ পেলাম। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।” আরও পড়ুন-Rahul and Priyanka: হাথরাসের পথে গাড়ি রুখল পুলিশ, পায়ে হেঁটেই রওনা দিলেন রাহুল প্রিয়াঙ্কা
আহমেদ প্যাটেলের টুইট
I have tested positive for Covid19. I request all those who came in close contact with me recently, to self isolate
— Ahmed Patel (@ahmedpatel) October 1, 2020
প্রবীণ কংগ্রেসের নেতার সুস্থতা কামনা করেছেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। কংগ্রেস নেত্রী কুমারী সেলজা, রুক্মিনী কুমারী, এবং সপ্তগিরি উলাকা আহমেদ প্যাটেলের দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, পুদুচেরির ভি নারায়ণস্বামীও প্যাটেলের সুস্থতা ফিরুক চাইছেন। চলতি সপ্তাহের শুরুতেই করোনা আক্রান্ত হয়েছেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নায়ডু। গত মঙ্গলবার ৭১ বছরের বেঙ্কাইয়া নায়ডুর করোনা টেস্ট পজিটিভ আসেষ তবে তিনি ভাল আছেন উপসর্গহীন বেঙ্কাইয়া নায়ডুকে চিকিৎসকরা হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন।